শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলা

ভাবুক ছেলেটি

পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন

নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো।

ব্রজেন দাস একজন স্বনামধন্য বাংলাদেশি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি সাঁতার কেটে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট ২৩টি দেশ অংশ নেয়। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে তাতে অংশ নেন ব্রজেন দাস। ১৮ আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতার সূচনা হয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে তিনি পরদিন বিকাল বেলা প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌঁছান। পরের মাসেই তিনি ইংলিশ চ্যানেলকে ইংল্যান্ড থেকে ফ্রান্সে সাঁতার কেটে পার করেন। ১৯৬১ সালের সেপ্টেম্বরে তিনি ফ্রান্স থেকে ইংল্যান্ডের মধ্যে চ্যানেলটিকে সবচেয়ে কম সময়ে মাত্র ১০ ঘণ্টা ৩০ মিনিটে পার হয়ে তখনকার সময়ে বিশ্বরেকর্ড করেন। ব্রজেন দাস ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬১ সালে মোট ছয়বার এই চ্যানেলটি পাড়ি দেন। অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬০ সালে পাকিস্তান সরকারের কাছ থেকে 'প্রাইড অফ পারফরম্যান্স' পুরস্কার লাভ করেন। ১৯৭৬ সালে স্বাধীন বাংলাদেশ থেকে লাভ করেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করে।

নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।

শব্দ অর্থ

সূচনা শুরু

ভূষিত অলংকৃত, সজ্জিত।

মরণোত্তর মৃতু্য-পরবর্তী

কৃতিত্ব কার্যদক্ষতা

অতিক্রম পার হওয়া,

ছাড়িয়ে

যাওয়া।

স্বনামধন্য নিজ নামে

সর্বত্র

পরিচিত

বা প্রশংসিত।

ক) সন্তানের ... দেখে বাবা-মা খুশি হন।

খ) সত্যেন্দ্রনাথ দত্ত 'ছন্দের জাদুকর' উপাধিতে ... হয়েছেন।

গ) রহমান সাহেব আমাদের এলাকার একজন ... ব্যক্তি।

ঘ) আমরা ফেরিতে চড়ে নদীটি ... করলাম।

ঙ) প্রধান শিক্ষক এলে অনুষ্ঠানটির ... হলো।

উত্তর : ক) কৃতিত্ব; খ) ভূষিত; গ) স্বনামধন্য; ঘ) অতিক্রম; ঙ) সূচনা।

নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।

ক) ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত? ব্রজেন দাস সম্পর্কে তিনটি বাক্য লেখো।

উত্তর : ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত।

ব্রজেন দাস সম্পর্কে তিনটি বাক্য :

১) ব্রজেন দাস ছিলেন স্বনামধন্য বাংলাদেশি সাঁতারু।

২)দক্ষিণ এশীয়দের মধ্যে তিনিই প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেন।

৩) ব্রজেন দাস মোট ছয়বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

খ) ব্রজেন দাস যে যে পুরস্কার লাভ করেছেন তা তিনটি বাক্যে লেখো। তিনি প্রথম কত সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন?

উত্তর : ১) ব্রজেন দাসের কৃতিত্বের জন্য তৎকালীন পাকিস্তান সরকার ১৯৬০ সালে তাকে 'প্রাইড অফ পারফরম্যান্স' পুরস্কার প্রদান করে।

২) ১৯৭৬ সালে স্বাধীন বাংলাদেশ সরকার তাকে প্রদান করে 'জাতীয় ক্রীড়া পুরস্কার'।

৩) ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কারে সম্মানিত করে।

ব্রজেন দাস ১৯৫৮ সালে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

গ) ব্রজেন দাসের মতো সাফল্য পেতে তুমি কী করবে? পাঁচটি বাক্যে লেখো।

উত্তর : ব্রজেন দাসের মতো সাফল্য পেতে আমি যা করব-

১) প্রথমে যে কোনো একটি লক্ষ্য নির্ধারণ করব।

২) আমার পছন্দের কাজটিতে সফল হওয়া ব্যক্তিদের জীবনী পাঠ করব।

৩) সুনির্দিষ্ট পরিকল্পনা করব।

৪) পরিকল্পনা বাস্তবায়নে মা-বাবা ও শিক্ষকের সহায়তা নেব।

৫) নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে কঠোর সাধনা করব।

ঘ) প্রথম এশীয় ব্যক্তি হিসেবে কে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন? ১৯৬১ সালে ব্রজেন দাস যে কৃতিত্ব অর্জন করেন তা তিনটি বাক্যে লেখো।

উত্তর : প্রথম এশীয় ব্যক্তি হিসেবে ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।

১৯৬১ সালের সেপ্টেম্বর মাসে ব্রজেন দাস মাত্র ১০ ঘণ্টা ৩০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। এটি ছিল তার দ্রম্নততম সময়ে চ্যানেলটি অতিক্রমের ঘটনা। সেই সঙ্গে এটি তখনকার সময়ের বিশ্বরেকর্ড হিসেবে গণ্য হয়।

যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ

নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। স্ম, ক্র, জ্ঞ, ক্ষ, ত্র, ধ্য, ঙ্গ, স্ব, স্থ, ম্ভ, ল্প।

উত্তর :

স্ম =স্‌ + ম-আকস্মিক -আকস্মিক বৃষ্টিতে ভিজে গেলাম।

ক্র = ক্‌ + র-ফলা ( ্র )-আক্রমণ- মুক্তিযোদ্ধারা শত্রম্ন ক্যাম্প আক্রমণ করল।

জ্ঞ = জ্‌ + ঞ-অজ্ঞান- লোকটি অজ্ঞান হয়ে পড়েছে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে