শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির অর্থনীতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি

২. বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

ক. ৫৫.২ বছর খ. ৬৭.২ বছর

গ. ৭০.২ বছর ঘ. ৭৫.২ বছর

সঠিক উত্তর :খ. ৬৭.২ বছর

৩. স্বাধীনতা লাভের পর কত দশক ধরে উন্নয়নের ফলে কিছুটা অর্থনৈতিক

অগ্রগতি হয়েছে?

ক. দুই দশক খ. তিন দশক

গ. চার দশক ঘ.পাঁচ দশক

সঠিক উত্তর :গ. চার দশক

৪. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?

ক. সপ্তম খ. অষ্টম

গ. নবম ঘ. দশম

সঠিক উত্তর : গ. নবম

৫. শিল্পনীতির উদ্দেশ্য হলো-

র. কর্মসংস্থান বাড়ানো

রর. দারিদ্র্য কমানো

ররর. বিনিয়োগ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৬. ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

ক. ১২.১২ কোটি খ. ১১.১৪ কোটি

গ. ১২.৯৩ কোটি ঘ. প্রায় ১৪.৯৭ কোটি

সঠিক উত্তর :ঘ. প্রায় ১৪.৯৭ কোটি

৭. ঊচত-এর পূর্ণরূপ কী?

ক. ঊীঢ়ড়ৎঃ চৎড়পঁৎরহম তড়হব

খ. ঊীঢ়ড়ৎঃ চৎড়ফঁপরহম তড়হব

গ. ঊীঢ়ড়ৎঃ চৎড়ীবষ তড়হব

ঘ. ঊীঢ়ড়ৎঃ চৎড়পবংংরহম তড়হব

সঠিক উত্তর :ঘ. ঊীঢ়ড়ৎঃ চৎড়পবংংরহম তড়হব

৮. বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক জ্বালানির কত শতাংশ পূরণ করে?

ক. ২৫% খ. ৪৫%

গ. ৬৫% ঘ. ৭৫%

সঠিক উত্তর : ঘ. ৭৫%

৯. উৎপাদিত গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কিসে?

ক. বিদু্যৎ উৎপাদনে

খ. সার কারখানায়

গ. মিল ফ্যাক্টরিতে

ঘ. আবাসনে

সঠিক উত্তর : ক. বিদু্যৎ উৎপাদনে

১০. বাংলাদেশে কয়টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?

ক. ৫টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ১১টি

সঠিক উত্তর : ক. ৫টি

১১. বাংলাদেশের ৫টি কয়লাক্ষেত্রে কত মিলিয়ন টন কয়লা মজুত আছে?

ক. প্রায় ২৩০০ মিলিয়ন টন

খ. প্রায় ২৭০০ মিলিয়ন টন

গ. প্রায় ৩২০০ মিলিয়ন টন

ঘ. প্রায় ৩৭০০ মিলিয়ন টন

সঠিক উত্তর : খ. প্রায় ২৭০০ মিলিয়ন টন

১২. অর্থনৈতিক অবকাঠামো কোনটি?

ক. স্কুল

\হখ. হাসপাতাল

গ. ক্লাব

ঘ. রেল ও নৌপথ

সঠিক উত্তর : ঘ. রেল ও নৌপথ

১৩. সামাজিক অবকাঠামো কোনটি?

ক. বন্দর

খ. সেচ ব্যবস্থা

গ. জনস্বাস্থ্য

ঘ. রাস্তাঘাট

সঠিক উত্তর : গ. জনস্বাস্থ্য

১৪. কোনটি বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য?

ক. মূলধন গঠন

খ. উদ্যোক্তার ভূমিকা

গ. বেসরকারিকরণ কর্মসূচি

ঘ. শিল্পভিত্তিক অর্থনীতি

সঠিক উত্তর : গ. বেসরকারিকরণ কর্মসূচি

১৫. বাংলাদেশে কত সালে প্রাইভেটাইজেশন কমিশন গঠন করা হয়েছে?

ক. ১৯৮১

\হখ. ১৯৮৩

গ. ১৯৯৩

\হঘ. ২০০৩

সঠিক উত্তর : গ. ১৯৯৩

১৬. প্রাইভেটাইজেশন কমিশনের অধীনে কতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছে?

ক. ২১টি খ. ৫৫টি

গ. ৭৬টি ঘ. ৮৪টি

সঠিক উত্তর : ক. ২১টি

১৭. বাংলাদেশে প্রাইভেটাইজেশন কমিশনের পূর্ব নাম কী ছিল?

ক. বিনিয়োগ বোর্ড

খ. বেসরকারিকরণ বোর্ড

গ. বেসরকারি কমিশন

ঘ. রাষ্ট্রায়ত্ত কমিশন

সঠিক উত্তর : খ. বেসরকারিকরণ বোর্ড

১৮. উন্নত দেশের তুলনায় আমাদের দেশের মাথাপিছু আয় কম হওয়ার কারণ

হলো-

র. কৃষি ও শিল্প পাশাপাশি

রর. কাজের সুযোগ কম

ররর. অধিক জনসংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে