শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

মানব কল্যাণ

৪০. করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ক. মনুষ্যত্বের অবমাননা খ. মনুষ্যত্বের উন্নয়ন

গ. মনুষ্যত্বের বিকাশ ঘ. মানব-মর্যাদা বৃদ্ধি

উত্তর : ক. মনুষ্যত্বের অবমাননা

৪১. লেখকের মতে, মানব-কল্যাণের উৎস কোথায় নিহিত?

ক. মানুষকে মহিমান্বিত করা ও সামাজিক বিকাশের মধ্যে

খ. মানুষের আর্থিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের মধ্যে

গ. ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নের মধ্যে

ঘ. মানুষের মর্যাদাবৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে

উত্তর : ঘ. মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে

৪২. 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল?

ক. ইসলামের নবীর কাছে

খ. প্রাবন্ধিকের কাছে

গ. জনৈক ধনী ব্যক্তির কাছে

ঘ. একজন ব্যবসায়ীর কাছে

উত্তর : ক. ইসলামের নবীর কাছে

৪৩. নবী ভিক্ষুককে কী দিয়েছিলেন?

ক. অর্থ

খ. গরু

গ. কুড়াল

ঘ. কাপড়

উত্তর : গ. কুড়াল

৪৪. মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে?

ক. সাহসী

খ. প্রগতিশীল

গ. শক্তিশালী

ঘ. মানুষ

উত্তর : ঘ. মানুষ

৪৫. মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে?

ক. অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের পথে

খ. মানবিক বৃত্তি বিকাশের পথে

গ. সামাজিক মূল্যবোধ বিকাশের পথে

ঘ. রাজনৈতিক চেতনা বিকাশের পথে

উত্তর : খ. মানবিক বৃত্তি বিকাশের পথে

৪৬. মানব-কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার?

ক. পরিবার, সমাজ ও রাষ্ট্রের

খ. ব্যক্তি, পরিবার ও সমাজের

গ. ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের

ঘ. ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের

উত্তর : ক. পরিবার, সমাজ ও রাষ্ট্রের

৪৭. সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি?

ক. পরিবার

খ. সমাজ

গ. রাষ্ট্রের

ঘ. ব্যক্তি

উত্তর : ক. পরিবার

৪৮. লেখকের মতে, মানব-কল্যাণ কী হতে পারে না?

ক. ক্ষুদ্র

খ. স্থূল

গ. সংকীর্ণ

ঘ. স্বয়ম্ভু

উত্তর : খ. স্থূল

৪৯. প্রতিটি মানুষকে কেমন হতে হবে?

ক. সামাজিক

খ. বিচ্ছিন্ন

গ. সম্পর্ক রহিত

ঘ. স্বয়ম্ভু

উত্তর : ক. সামাজিক

৫০. প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ক. পরিবারের ভালো-মন্দের সাথে

খ. সমাজের ভালো-মন্দের সাথে

গ. ধর্মের ভালো-মন্দের সাথে

ঘ. প্রতিবেশীর ভালো-মন্দের সাথে

উত্তর : খ. সমাজের ভালো-মন্দের সাথে

অপরিচিতা

১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৬১

খ. ১৮৬২

গ. ১৮৬৩

ঘ. ১৮৬৪

উত্তর : ক. ১৮৬১

২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?

ক. প্রমথ চৌধুরী

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর : গ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?

ক. বিশ্বকবি

খ. চারণ কবি

গ. জাতীয় কবি

ঘ. নাগরিক কবি

উত্তর : ক. বিশ্বকবি

৪. 'গল্পগুচ্ছে' কতটি গল্প সংকলিত হয়েছে?

ক. ৯১

খ. ৯২

গ. ৯৪

ঘ. ৯৫

উত্তর : ঘ. ৯৫

৫. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?

ক. সাহিত্য সাধনার জন্য

খ. জমিদারি দেখাশোনার জন্য

গ. প্রকৃতির কাছে থাকার জন্য

ঘ. মানুষের কাছাকাছি থাকার জন্য

উত্তর : খ. জমিদারি দেখাশোনার জন্য

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে