জানার আছে অনেক কিছু
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: রকেট ও জেট বিমানের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: তরল অক্সিজেন।
প্রশ্ন: আয়নার পশ্চাতে কি ব্যবহার করা হয়?
উত্তর: পারদ।
প্রশ্ন: সর্বাধিক বিদু্যৎ পরিবাহী ধাতু কি কি?
উত্তর: কপার ও তামা।
প্রশ্ন: কত ক্যারেটের স্বর্ণ কে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়?
উত্তর: ২৪ ক্যারেটের।
প্রশ্ন: ফুল ফোটা কোন হরমোন?
উত্তর: হ্লোরিজেন।
প্রশ্ন: দুধ টক হয় কেন?
উত্তর: ব্যাকটেরিয়ার কারণে।
প্রশ্ন: ম্যালেরিয়া শব্দের অর্থ কি?
উত্তর: দূষিত বাতাস।
প্রশ্ন: কোনো শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ কতক্ষণ থাকে?
উত্তর: ০.১ সেকেন্ড।
প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াসকে।
প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী মেমোরির নাম কি?
উত্তর: জঙগ
প্রশ্ন: কম্পিউটারের অস্থায়ী মেমোরির নাম কি?
উত্তর: জঅগ
প্রশ্ন: মস্তিষ্কের ওজন কত?
উত্তর: ১.৩৬ কেজি।
প্রশ্ন: পূর্ণবয়স্ক মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উত্তর:৩০০ গ্রাম।
প্রশ্ন: মানুষ প্রতিদিন কি পরিমাণ মূত্র নিঃসৃত করে?
উত্তর: ১-১.৫ লিটার।
প্রশ্ন: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তর: এডিস মশা।
প্রশ্ন: শুষ্ক বরফের সংকেত কি?
উত্তর: ঈঙ২ (হিমায়িত কার্বন ডাই অক্সাইড)
প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
উত্তর: উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধির কারণে।
প্রশ্ন: ডিনামাইট আবিষ্কার করেন কে?
উত্তর: আলফ্রেড নোবেল
প্রশ্ন: যুদ্ধ ট্যাংক আবিষ্কার করেন কে?
উত্তর: ই.ডি.সুইন্টন