জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জ্যোতির্বিদ টলেমি
প্রশ্ন:কোথায় গ্রিনিচ মান মন্দির অবস্থিত? উত্তর:যুক্তরাজ্যে। প্রশ্ন:সিডর কোন ভাষার শব্দ? উত্তর:সিংহলি, যার অর্থ চোখ। প্রশ্ন:টলেমি কী ছিলেন? উত্তর:জ্যোতির্বিদ। প্রশ্ন:কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? উত্তর:৭৬ বছর পর পর। প্রশ্ন:সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি. এ কত? উত্তর:১০ নিউটন। প্রশ্ন:জিওলজি (এবড়ষড়মু) কী? উত্তর:ভূ-তত্ত্ববিদ্যা। প্রশ্ন: জুওলজি (তড়ড়ষড়মু) কী? উত্তর:প্রাণীবিদ্যা। প্রশ্ন:সাইকোলজি (চংুপযড়ষড়মু) কী? উত্তর:মনোবিদ্যা। প্রশ্ন:বোটানি (ইড়ঃধহু) কী? উত্তর:উদ্ভিদবিদ্যা। প্রশ্ন:কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়? উত্তর:ইন্দোনেশিয়া। প্রশ্ন:বিশ্ব পরিসংখ্যান দিবস কবে? উত্তর:২০ অক্টোবর। প্রশ্ন:কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়? উত্তর:সোডিয়াম। প্রশ্ন:কোন অধাতু বিদু্যৎ পরিবহণ করে? উত্তর:গ্রাফাইট। প্রশ্ন:শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? উত্তর:স্বভোজী। প্রশ্ন:"শিমের বিচি" কোন ধরনের খাদ্য? উত্তর:আমিষ। প্রশ্ন:ডিম ও দুধে কোন ভিটামিন নেই? উত্তর:সি। প্রশ্ন:মানবদেহে লোহিত কনিকার আয়ুষ্কাল কতদিন? উত্তর:১২০ দিন। প্রশ্ন:ক্যানসার রোগের প্রধান কারণ কী? উত্তর:কোষের অস্বাভাবিক বৃদ্ধি। প্রশ্ন:ভিটামিন "এ" এর অভাবে কোন রোগ হয়? উত্তর:রাতকানা রোগ। প্রশ্ন:ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? উত্তর:রিকেটস। প্রশ্ন:হিমোগেস্নাবিনের কাজ কী? উত্তর:অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা। প্রশ্ন:তামার সাথে কী মেশালে পিতল হয়? উত্তর:দস্তা।