জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর মো. নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তিচ্ছুদের মধ্যে যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থী আগামী ৭ জুলাই থেকে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৬ জুলাইয়ের মধ্যে অবশ্যই ওই কলেজে জমা দিতে হবে।