শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির অর্থনীতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির অর্থনীতি

ষষ্ঠ অধ্যায়

১১. জাতীয় আয় পরিমাপে খানিকটা পার্থক্য হওয়ার কারণ হলো-

র. হিসাবের ত্রম্নটি বিচু্যতি

রর. গণনার ত্রম্নটি বিচু্যতি

ররর. দ্বৈত গণনার অন্তর্ভুক্তি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১২. মাথাপিছু আয় পেতে হলে দেশের মোট উৎপাদনকে কী দ্বারা ভাগ করতে হবে?

ক. মোট উৎপাদন খ. মোট বিনিয়োগ

গ. মোট ভোগ ঘ. মোট জনসংখ্যা

সঠিক উত্তর : ঘ. মোট জনসংখ্যা

১৩. মাথাপিছু এউচ একটি নির্দিষ্ট স্তরের কম হলে বোঝা যায়-

র. দেশটি অনুন্নত

রর. দেশটি উন্নয়নশীল

ররর. দেশটি উন্নত

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

১৪. কোনটির উপর মোট দেশজ উৎপাদন নির্ভর করে?

ক. মূলধন ও প্রযুক্তি খ. মাথাপিছু আয়

গ. ভূমি ও প্রাকৃতিক সম্পদ ঘ. বাণিজ্য খাত

সঠিক উত্তর : গ. ভূমি ও প্রাকৃতিক সম্পদ

১৫. কোন ধরনের কাজ সামাজিকভাবে অর্থনীতিতে গ্রহণযোগ্য নয়?

ক. কালোবাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়

খ. মাধ্যমিক দ্রব্য ক্রয়-বিক্রয়

গ. চূড়ান্ত দ্রব্য ক্রয়-বিক্রয়

ঘ. প্রাথমিক দ্রব্য ক্রয়-বিক্রয়

সঠিক উত্তর : ক. কালোবাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর লেখ।

মনে করি, ২০১১ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় ছিল ১২০০০ মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি।

১৬. ২০১১ সালে মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?

ক. ৪০০ খ. ৫০০

গ. ৬০০ ঘ. ৭৫০

সঠিক উত্তর :ঘ. ৭৫০

১৭. উক্ত সূচকটি দ্বারা প্রকাশ পায়-

র. জীবনযাত্রার মান

রর. অর্থনৈতিক উন্নয়ন

ররর. পার কেপিটা ইনকাম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

১৮. পাটের পরিবর্তে ধান, গমের পরিবর্তে ভুট্টা প্রভৃতি উপকরণের ব্যবহার বৃদ্ধিকে কী বলে?

ক. প্রযুক্তি খ. সচলতা

গ. ভূমি ঘ. শ্রম

সঠিক উত্তর :খ. সচলতা

১৯. মূলধনী লাভ-ক্ষতি এউচ নির্ণয়ের সময় কী করা হয়?

ক. প্রযোজ্য খ. নিষিদ্ধ

গ. বিবেচ্য ঘ. অবিবেচ্য

সঠিক উত্তর : ঘ. অবিবেচ্য

২০. দেশজ উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তি ভূমিকা রাখে-

র. কৃষিতে চিরায়িত বীজের ব্যবহার

রর. উফশী বীজের ব্যবহার

ররর. পাট চাষ কমিয়ে ধান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২১. জাতীয় আয় গণনার ক্ষেত্রে লাভ-ক্ষতি প্রভাব কীরূপ?

ক. শূন্য খ. ধনাত্মক

গ. ঋণাত্মক ঘ. অসীম

সঠিক উত্তর : ক. শূন্য

২২. আফজাল সাহেব পুরাতন একটি ফ্ল্যাট ক্রয় করল। সে ক্ষেত্রে সেটি মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত না হওয়ার কারণ-

র. পূর্বে উৎপাদিত

রর. দ্বৈত গণনার সমস্যা দেখা দেবে

ররর. ক্ষতির পরিমাণ বেশি হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৩. বাংলাদেশের জাতীয় আয়ের হিসাব বা গণনার কাজটি করে কোন প্রতিষ্ঠান?

ক. বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো

খ. পরিকল্পনা মন্ত্রণালয়

গ. অর্থ মন্ত্রণালয়

ঘ. জাতীয় রাজস্ব বোর্ড

সঠিক উত্তর : ক. বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো

২৪. রহিম ভারত থেকে চোরাই পথে মসলা, শাড়ি ইত্যাদি পণ্য ক্রয় করে বাংলাদেশে বিক্রয় করে। তার এই কাজটি হলো-

র. বাণিজ্য রর. বেআইনি ররর. কালোবাজারি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. রর ও ররর

২৫. এউচ গণনা করতে কোন খাতটি হিসাব করা কঠিন?

ক. কৃষি ও বনজ সম্পদ

খ. খনিজ ও খনন

গ. পাইকারি ও খুচরা বিপণন

ঘ. মৎস্য সম্পদ

সঠিক উত্তর : ক. কৃষি ও বনজ সম্পদ

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর লেখো।

আকরাম সাহেব একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান দিয়েছেন। তিনি সেটির আয়-ব্যয়ের হিসাব করার সময় প্রাথমিক ও মাধ্যমিক উভয় পণ্য বিবেচনা করেন। এতে তার সঠিক হিসাব করতে সমস্যা হয়।

২৬. আকরাম সাহেবের কী সমস্যা দেখা দেয়?

ক. জাতীয় আয় বেশি খ. প্রাথমিক দ্রব্য বেশি

গ. দ্বৈত গণনা সমস্যা ঘ. মাধ্যমিক দ্রব্য বেশি

সঠিক উত্তর : গ. দ্বৈত গণনা সমস্যা

২৭. আকরাম সাহেব উক্ত সমস্যা কাটিয়ে উঠতে যে পদ্ধতি অনুসরণ করতে পারেন-

র. চূড়ান্ত উৎপাদন পদ্ধতি

রর. মূল্য সংযোজন পদ্ধতি

ররর. উৎপাদন পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৮. কোন দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে কী সমস্যা হতে পারে?

ক. এউচ হ্রাস পাবে খ. এউচ বৃদ্ধি পাবে

গ. এউচ শূন্য হবে

ঘ. দ্বৈত গণনার সৃষ্টি হবে

সঠিক উত্তর :ঘ. দ্বৈত গণনার সৃষ্টি হবে

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে