শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শাবিপ্রবি ১৮০ কোটি টাকা বরাদ্দ পেল

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
শাবিপ্রবি ১৮০ কোটি টাকা বরাদ্দ পেল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ অর্থবছরে ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ৯ কোটি ৫০ লাখ টাকা গবেষণা খাতে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ১ জুলাই বাজেটের বিস্তারিত তুলে ধরেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, হিসাব দপ্তরের পরিচালক সোহেল উদ্দিন, উপপরিচালক মোর্শেদ আহমেদসহ শাবি প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেটের সার্বিক বিষয়ে তুলে ধরে উপাচার্য বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেট দেওয়া হয়েছে। এর মধ্যে বেতন-ভাতায় ১১১ কোটি ৭৬ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫৭ লাখ টাকা, পণ্য সরবরাহ ও সেবা খাতে ৩৬ কোটি ৭৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এছাড়া, যন্ত্রপাতি খাতে ৯ কোটি ৩৫ লাখ টাকা, যানবাহন খাতে ৫২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ৮৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে