একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
মাসি-পিসি ১০. 'মাসি-পিসি ফিরছে কৈলেস'-কে বলল? ক. ছেলেটি খ. বুড়ো লোকটি গ. যুবকটি ঘ. মেয়েটি উত্তর :খ. বুড়ো লোকটি ১১. মাসি হাতে নিয়ে আসে কী? ক. বঁটি খ. কাটারি গ. ছুরি ঘ. রামদা উত্তর :ক. বঁটি ১২. মাসি-পিসি শেষবেলা আহ্লাদিকে নিয়ে কোথা থেকে ফিরছিল? ক. কাছারি বাড়ি থেকে খ. হাট থেকে গ. শহরের বাজার থেকে ঘ. জগুর বাড়ি থেকে উত্তর :খ. হাট থেকে ১৩. কে সহজেই কান পেতে কৈলেসের সব কথা শোনে? ক. মাসি খ. পিসি গ. আহ্লাদি ঘ. বুড়ো লোকটি উত্তর :গ. আহ্লাদি ১৪. কৈলেসের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল? ক. চায়ের দোকানে খ. সালতির মধ্যে গ. শুঁড়িখানায় ঘ. শহরের বাজারে উত্তর :গ. শুঁড়িখানায় ১৫. বাইরে থেকে কার হাঁক আসে? ক. গোকুলের খ. কানাই চৌকিদারের গ. সরকার বাবুর ঘ. পেয়াদার উত্তর :খ. কানাই চৌকিদারের ১৬. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে? ক. তিনজন খ. চারজন গ. একজন ঘ. দুজন উত্তর :ক. তিনজন ১৭. শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস- কে? ক. কৈলেস খ. জগু গ. বড় বাবু ঘ. দারোগা বাবু উত্তর :খ. জগু ১৮. জগু আহ্লাদিকে কী পোড়া ছেঁকা দিয়েছিল? ক. হাঁড়ি পোড়া খ. চটি পোড়া গ. লাঠি পোড়া ঘ. কলকে পোড়া উত্তর : ঘ. কলকে পোড়া ১৯. 'মাসি-পিসি' গল্পে যে সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়- ক. নারীশাসিত খ. মাতৃতান্ত্রিক গ. সাম্যবাদী সমাজ ঘ. পুরুষতান্ত্রিক উত্তর :ঘ. পুরুষতান্ত্রিক ২০. আহ্লাদির মাসির নাম কী? ক. বিপুলা খ. রাধিকা গ. পদী ঘ. সবিতা উত্তর :গ. পদী ২১. পাঁশুটি শব্দের অর্থ কী? ক. ছাইবর্ণ বিশিষ্ট খ. ম্স্নান গ. ধূসর ঘ. তামাটে উত্তর :ক. ছাইবর্ণ বিশিষ্ট ২২. আহ্লাদি কীসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলেসকে জানায়? ক. খুন খ. গুম গ. নির্যাতন ঘ. গর্ভপাত উত্তর :ক. খুন ২৩. পুলটি কীসের তৈরি ছিল? ক. কাঠ খ. কংক্রিট গ. লোহা ঘ. ইস্পাত উত্তর :খ. কংক্রিট ২৪. সালতি থেকে কি তোলা হচ্ছে? ক. খড় খ. বাঁশ গ. ঘাস ঘ. কাঠ উত্তর : ক. খড় ২৫. কী আহ্লাদির বাবা কোনোমতে ঠেকিয়ে দিল- ক. দুর্ভিক্ষ খ. কলেরা গ. মহামারি ঘ. ডায়রিয়া উত্তর :ক. দুর্ভিক্ষ ২৬. তরকারি বিক্রির আগে মাসি-পিসিরা নিচের কোন কাজটি করত- ক. পিঠা বিক্রি খ. কাঁথা বিক্রি গ. ডালের বড়ি বিক্রি ঘ. হোগলা বিক্রি উত্তর :গ. ডালের বড়ি বিক্রি ২৭. কয়টি সালতি পাশাপাশি জোড়া লাগানো ছিল? ক. তিনটি খ. দুটি গ. চারটি ঘ. একটি উত্তর :খ. দুটি ২৮. বুড়ো রহমান কার মাথায় খড় চাপিয়ে যায়? ক. বাহকের খ. কৈলেসের গ. জগুর ঘ. যুবকটির উত্তর :ক. বাহকের ২৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম কী? ক. নয়ন খ. খোকা গ. মানিক ঘ. প্রফুলস্ন উত্তর :গ. মানিক ৩০. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? ক. ঢাকার বিক্রমপুরে খ. ভারতের শিলিগুড়িতে গ. যশোরের পাঁজিয়ায় ঘ. রংপুর সদরে উত্তর :ক. ঢাকার বিক্রমপুরে ৩১. খড় কোথায় তোলা হচ্ছে? ক. ডোঙ্গায় খ. পাড়ে গ. নদীর চরে ঘ. রাস্তায় উত্তর :খ. পাড়ে ৩২. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসের সংখ্যা কত? ক. প্রায় বিশটি খ. প্রায় ত্রিশটি গ. প্রায় চলিস্নশটি ঘ. প্রায় পঞ্চাশটি উত্তর :গ. প্রায় চলিস্নশটি ৩৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের উলেস্নখযোগ্য ছোটগল্প কোনটি? ক. হলুদ পোড়া খ. সমুদ্রের স্বাদ গ. প্রাগৈতিহাসিক ঘ. জননী উত্তর :গ. প্রাগৈতিহাসিক ৩৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসীমামী' কোনজাতীয় রচনা? ক. গল্প খ. উপন্যাস গ. নাটক ঘ. রম্যরচনা উত্তর :ক. গল্প ৩৫. 'অতসীমামী' মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে রচনা করেন? ক. ষোলো খ. বিশ গ. বাইশ ঘ. চব্বিশ উত্তর :খ. বিশ ৩৬. মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর জীবিত ছিলেন? ক. চলিস্নশ খ. আটচলিস্নশ গ. সাতচলিস্নশ ঘ. ছেচলিস্নশ উত্তর :খ. আটচলিস্নশ পরবর্তী অংশ আগামী সংখ্যায়