জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? উত্তর:১০টি। প্রশ্ন: ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখ? উত্তর:২, ৮, ৮, ২। প্রশ্ন:মৌলিক পদার্থের ধর্ম কীসের ওপর নির্ভর করে? উত্তর:ইলেকট্রন বিন্যাস। প্রশ্ন:ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে? উত্তর:১৭টি। প্রশ্ন:হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর:১। প্রশ্ন:ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লেখ? উত্তর:২, ৮, ৫। প্রশ্ন:ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটোপ? উত্তর:হাইড্রোজেন। প্রশ্ন:আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখ? উত্তর:২, ৮, ৮। প্রশ্ন:ভরসংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়? উত্তর:অ. প্রশ্ন:পারমাণবিক সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়? উত্তর:ত. প্রশ্ন:ক্যালসিয়াম ফসফেটের পরমাণু কতটি? উত্তর:১৩টি। প্রশ্ন:কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন? উত্তর:ডেমোক্রিটাস। প্রশ্ন:কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভরের ধারণা দেন? উত্তর:ডাল্টন। প্রশ্ন:সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? উত্তর:১৪। প্রশ্ন:কোনটি এন্টিবায়োটিক? উত্তর:পেনিসিলিন। প্রশ্ন:কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? উত্তর:সূর্যের রশ্মি। প্রশ্ন:কোন গ্যাসের রং লালচে বাদামি? উত্তর:নাইট্রোজেন ডাইঅক্সাইড। প্রশ্ন:গকঝ পদ্ধতিতে ভরের একক কী? উত্তর:কেজি। প্রশ্ন:কোনটি মৌলিক পদার্থ? উত্তর:লোহা। প্রশ্ন:কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল? উত্তর:জিপসাম। প্রশ্ন:বিগব্যাং তত্ত্বের প্রবক্তা কে? উত্তর:জি. ল্যামেটার।