পঞ্চম অধ্যায়
২২. গড় আয় ও প্রান্তিক আয় সমান হয় না যে বাজারে-
র. একচেটিয়া বাজার
রর. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
ররর. একচেটিয়া প্রতিযোগিতা বাজার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
২৩. একচেটিয়া বাজারে অজ ও গজ রেখা সাধারণত কোনদিকে গমন করে?
ক. ডানদিকে ঊর্ধ্বগামী
খ. বামদিকে ঊর্ধ্বগামী
গ. উভয় ডানদিকে নিম্নগামী
ঘ. বামদিকে নিম্নগামী
সঠিক উত্তর : গ. উভয় ডানদিকে নিম্নগামী
২৪. কোন বাজারে নতুন কোনো ফার্মের প্রবেশের কোনো সুযোগ নেই?
ক. পূর্ণ প্রতিযোগিতা খ. ডুওপলি
গ. অলিগোপালী ঘ. একচেটিয়া
সঠিক উত্তর : ঘ. একচেটিয়া
২৫. পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোন ধরনের পণ্য পরিলক্ষিত হয়?
ক. শিল্পপণ্য খ. কৃষিপণ্য
গ. সমজাতীয় ঘ. অসমজাতীয়
সঠিক উত্তর : গ. সমজাতীয়
২৬. কোনটি একচেটিয়া প্রতিযোগিতার বাজারে বিদ্যমান থাকে?
ক. ফার্ম ও শিল্প একই
খ. জোট বা দলভুক্ত ফার্ম
গ. বাহ্যিক প্রভাবহীনতা
ঘ. নতুন ফার্মের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ
সঠিক উত্তর : খ. জোট বা দলভুক্ত ফার্ম
২৭. বাংলাদেশে আমদানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে একচেটিয়া বাজার হলো-
র. বাস ও রিকশা রর. জ্বালানি তেল ররর. ভোজ্যতেল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. রর ও ররর
২৮. কোন বাজারে উৎপাদিত পণ্য ভিন্ন থাকে?
ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার
খ. স্থানীয় বাজার
গ. একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার
ঘ. দ্বিপক্ষীয় একচেটিয়া বাজার
সঠিক উত্তর : গ. একচেটিয়ামূলক প্রতিযোগিতার বাজার
২৯. কোন ধরনের বাজার বাংলাদেশের সর্বত্র লক্ষ্য করা যায়?
ক. পূর্ণ প্রতিযোগিতা বাজার
খ. মনোপলি বাজার
গ. একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার
ঘ. দ্বিপক্ষীয় বাজার
সঠিক উত্তর :গ. একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজার
৩০. একচেটিয়া বাজারে অজ ও গজ রেখা-
র. নিম্নগামী রর. সমান্তরাল
ররর. গজ রেখা অজ রেখার নিচে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
ষষ্ঠ অধ্যায়
১. দেশের বার্ষিক মোট দেশজ উৎপাদনকে সাধারণত কিসে প্রকাশ করা হয়?
ক. দ্রব্যমূল্যে খ. বাজারমূল্যে
গ. যোগানমূল্যে ঘ. উৎপাদনমূল্যে
সঠিক উত্তর : খ. বাজারমূল্যে
২. এঘও থেকে ঈঈঅ বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?
ক. এঘচ খ. এউচ
গ. ঘঘচ ঘ. চঈও
সঠিক উত্তর : গ. ঘঘচ
৩. এউচ বৃদ্ধি পেতে পারে-
র. শ্রমিক প্রযুক্তির ব্যবহার জানলে
রর. শ্রমিক প্রশিক্ষণ প্রাপ্ত হলে
ররর. শ্রমিক অদক্ষ হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৪. জাতীয় আয় গণনার মূল পদ্ধতি কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : খ. তিন
৫. মোট জাতীয় আয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
র. নির্দিষ্ট সময়
রর. দেশের নাগরিকগণ
ররর.নির্দিষ্ট ভূখন্ড
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৬. বাংলাদেশের অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করা হয়?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৫টি ঘ. ১৭টি
সঠিক উত্তর : গ. ১৫টি
৭. মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয়-
র. ভৌগোলিক সীমানার মধ্যকার সকল উৎপাদন
রর. বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রেরিত অর্থ
ররর. দেশে অবস্থানরত বিদেশি সংস্থার আয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
৮. এউচ -এর নির্ধারক কোনটি?
ক. মূলধনী লাভ-ক্ষতি খ. সরকারি ঋণের সুদ
গ. প্রবাসীদের আয় ঘ. সচলতা
সঠিক উত্তর : ঘ. সচলতা
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর লেখো।
মি. হ্যানরি একজন বিদেশি যুবক। সে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আবার বাংলাদেশি যুবক আরিফ সৌদি আরবে চাকরি করে দেশে প্রচুর অর্থ পাঠায়।
৯. মি. হ্যানরির উপার্জিত অর্থ এ দেশের কোন হিসাবে যুক্ত হবে?
ক. মোট জাতীয় উৎপাদন খ. নিটজাতীয় উৎপাদন
গ. মোট দেশজ উৎপাদন ঘ. নিট দেশজ উৎপাদন
সঠিক উত্তর :গ. মোট দেশজ উৎপাদন
১০. আরিফের আয় যুক্ত হবে-
র. মোট জাতীয় উৎপাদন
রর. মোট দেশজ উৎপাদন
ররর. মোট জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
পরবর্তী অংশ আগামী সংখ্যায়