একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বায়ান্নর দিনগুলো ২৫। ১৯৫২ সালে ছাত্র-জনতার ওপর গুলি করতে কে নির্দেশ দেন? ক. নাজিমউদ্দীন খ. নুরুল আমিন গ. ইয়াহিয়া খান ঘ. আইয়ুব খান উত্তর :খ. নুরুল আমিন ২৬। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে কত তারিখে? ক. ১৫ ফেব্রম্নয়ারি খ. ২২ ফেব্রম্নয়ারি গ. ২৫ ফেব্রম্নয়ারি ঘ. ২৭ ফেব্রম্নয়ারি উত্তর : ঘ. ২৭ ফেব্রম্নয়ারি ২৭। বঙ্গবন্ধুর অনশন কী দিয়ে ভঙ্গ করা হয়? ক. শুধু পানি খ. ডাবের পানি গ. লেবুর শরবত ঘ. লবণ পানি উত্তর : খ. ডাবের পানি ২৮। 'আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি' ্ত বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অঙ্গীকার খ. আদেশ গ. উপদেশ ঘ. নির্দেশ উত্তর :ক. অঙ্গীকার ২৯। বেলুচিস্তান কোথায়? ক. ভারতে খ. আফগানিস্তানে গ. পাকিস্তানে ঘ. ইন্দোনেশিয়ায় উত্তর :গ. পাকিস্তানে ৩০। বঙ্গবন্ধু ও স্ত্রী রেনু সকাল বেলা কোথায় বসে গল্প করছিলেন? ক. বিছানায় খ. সোফায় গ. উঠানে ঘ. দুয়ারে উত্তর : ক. বিছানায় নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও : মানুষের অধিকার আদায়ে সোচ্চার কারাবন্দি ছেলেকে মুক্তির পরে জেলগেটে অপেক্ষমাণ বাবা নীরবে চোখের জল মুছলেন। তবুও ছেলেকে নিয়ে তিনি খুবই গর্বিত। ৩১। উদ্দীপকে উলিস্নখিত বাবা 'বায়ান্নর দিনগুলো' রচনায় কার সঙ্গে তুলনীয়? ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. শেখ লুৎফর রহমান গ. মোখলেসুর রহমান ঘ. হামিদুর রহমান উত্তর : খ. শেখ লুৎফর রহমান ৩২। উক্ত বাবার মাঝে প্রকাশ পায় ্ত র. সন্তানবাৎসল্য রর.ক্ষোভ ররর.আত্মতৃপ্তি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৩৩। বঙ্গবন্ধুকে স্ট্রেচারে নিয়ে যাওয়ার কারণ কী? ক. পঙ্গুত্ব খ. অসুস্থতা গ. অসহায়ত্ব ঘ. ইচ্ছাপূরণ উত্তর : খ. অসুস্থতা ৩৪। বঙ্গবন্ধুর মুক্তির প্রাক্কালে দ্রম্নত যোগাযোগের মাধ্যম কী ছিল? ক. রেডিওগ্রাম খ. চিঠি গ. ফ্যাক্স ঘ. ই-মেইল উত্তর : ক. রেডিওগ্রাম ৩৫। 'বায়ান্নর দিনগুলো' রচনার মূল উপজীব্য বিষয় ্ত র. ভাষা আন্দোলন রর. স্বাধীনতাযুদ্ধ ররর. বঙ্গবন্ধুর অনশন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ৩৬। কোন ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই? ক. বাংলা খ. উর্দু গ. তামিল ঘ. হিন্দি উত্তর : ক. বাংলা ৩৭। বঙ্গবন্ধুর গলা ধরে কে স্স্নোগান দিয়েছিল? ক. হাচু খ. কামাল গ. রেণু ঘ. নাসের উত্তর : ক. হাচু ৩৮। বঙ্গবন্ধুর অনশনের কারণ কী? ক. আত্মবিসর্জন খ. বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ গ. ছয় দফা প্রতিষ্ঠা ঘ. সরকারের সঙ্গে অভিমান উত্তর : খ. বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদ ৩৯। হাচু ও কামালের মাঝে কী ধরনের আচরণ প্রকাশিত হয়েছে? ক. অস্বাভাবিক খ. পরিপক্ব গ. শিশুসুলভ ঘ. স্বাভাবিক উত্তর : গ. শিশুসুলভ ৪০। ভাষার ব্যাপারে কোনো কোনো মওলানা কী জারি করেছিলেন? ক. আইন খ. প্রথা গ. ফতোয়া ঘ. সমন উত্তর : গ. ফতোয়া মাসি ও পিসি ১. কানাইয়ের সাথে গোকুলে কতজন পেয়াদা এসেছিল? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : খ. তিন ২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে দেয়নি কেন? ক. নির্যাতনের ভয়ে খ. স্নেহের আতিশয্যে গ. দারিদ্র্যের কারণে ঘ. আহ্লাদি যেতে চায়নি বলে উত্তর :ক. নির্যাতনের ভয়ে উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও। দেখি নাই যারে, চিনি নাই যারে শুনি নাই নাম কভু তিনিই আজিকে দেবতা আমার তিনিই আমার প্রভু ৩. উদ্দীপকের প্রভু 'মাসি-পিসি' রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ? ক. লেখকের খ. জগুর গ. কৈলাসের ঘ. গোকুলের উত্তর :খ. জগুর ৪. উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো- ক. আধিপত্য খ. পান্ডিত্য গ. স্বৈরাচারী ঘ. অহংবোধ উত্তর :গ. স্বৈরাচারী ৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত সালে? ক. ১৯০৬ সালে খ. ১৯০৮ সালে গ. ১৯১০ সালে ঘ. ১৯১২ সালে উত্তর :খ. ১৯০৮ সালে ৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী? ক. সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় খ. অনীল কুমার গুহ গ. মানিক ঘ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর :ঘ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোটগল্পের সংখ্যা কত? ক. প্রায় দেড়শ' খ. প্রায় দুশ' গ. প্রায় তিনশ' ঘ. প্রায় চারশ' উত্তর :গ. প্রায় তিনশ' ৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী? ক. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায় খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর : খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ৯. 'ব্যঞ্জন' শব্দের অর্থ কী? ক. বর্ণ খ. সাদা ভাত গ. রান্না করা তরকারি ঘ. একত্রিত হওয়া উত্তর : গ. রান্না করা তরকারি পরবর্তী অংশ আগামী সংখ্যায়