প্রশ্ন:ক্লোরিনের যোজনী কত?
উত্তর:১টি।
প্রশ্ন:লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর:২, ১।
প্রশ্ন:হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?
উত্তর:৩টি।
প্রশ্ন:সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তর:১১টি।
প্রশ্ন:একের অধিক পরমাণু যুক্ত হয়ে কী গঠন করে?
উত্তর:অণু।
প্রশ্ন:কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
উত্তর:১৯৩২ সালে।
প্রশ্ন:নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত?
উত্তর:১টি।
প্রশ্ন:নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর:০।
প্রশ্ন:ডিউটেরিয়ামের ভরসংখ্যা কত?
উত্তর:২টি।
প্রশ্ন:নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর:২, ৮।
প্রশ্ন:কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তর:৩টি।
প্রশ্ন:কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
উত্তর:হাইড্রোজেন।
প্রশ্ন:ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর:২০টি।
প্রশ্ন:গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কী?
উত্তর:অবিভাজ্য।
প্রশ্ন:পরমাণুর ধনাত্মক কণিকার নাম কী?
উত্তর:প্রোটন।
প্রশ্ন:অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর:৬টি।
প্রশ্ন:ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তর:২, ৭।
প্রশ্ন:প্রতিটি পরমাণু কোন অবস্থায় থাকতে চায়?
উত্তর:নিষ্ক্রিয়।
প্রশ্ন:ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়?
উত্তর:অ্যানায়ন।