দশম শ্রেণির অর্থনীতি
প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
পঞ্চম অধ্যায়
১. বাজারের সংজ্ঞা দেন কে?
ক. মার্শাল খ. অ্যাডাম স্মিথ
গ. কুর্নট ঘ. ক্যানন
সঠিক উত্তর : গ. কুর্নট
২. কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম দুই পরস্পরবিরোধী মতবাদের মধ্যে এক সার্থক সমন্বয় ঘটিয়েছেন?
ক. অ্যাডাম স্মিথ খ. অধ্যাপক মার্শাল
গ. কুর্নট ঘ. চ্যাপম্যান
সঠিক উত্তর : খ. অধ্যাপক মার্শাল
৩. বাজারের বিকাশ কোন ধারা?
ক. স্থির খ. চলমান ধারা
গ. সীমাবদ্ধ ঘ. অসম্ভব
সঠিক উত্তর : খ. চলমান ধারা
৪. দ্রব্যের মূল্য নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. চাহিদা খ. যোগান
গ. চাহিদা ও যোগান ঘ. ক্রেতা ও বিক্রেতা
সঠিক উত্তর : গ. চাহিদা ও যোগান
৫. অর্থনীতিতে বাজার গঠনের পূর্বশর্ত হলো-
র. একটি নির্দিষ্ট স্থান
রর. ক্রেতা ও বিক্রেতার অবস্থান
ররর. দরকষাকষি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৬. শ্রমের চাহিদা ও যোগান কী নির্ধারণ করে?
ক. মজুরি খ. উৎপাদন
গ. মূল্য ঘ. সেবা
সঠিক উত্তর : ক. মজুরি
৭. যে প্রক্রিয়ায় অর্থ লেনদেন হয় তাকে কী বলে?
ক. মূলধন বাজার খ. অর্থ বাজার
গ. উপকরণ বাজার ঘ. শ্রমবাজার
সঠিক উত্তর : খ. অর্থ বাজার
৮. কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান বাড়ানো ও কমানো যায়?
ক. অতি স্বল্পকালীন খ. স্বল্পকালীন
গ. অতি দীর্ঘকালীন ঘ. দীর্ঘকালীন
সঠিক উত্তর :খ. স্বল্পকালীন
৯. পূর্ণ প্রতিযোগিতার বাজারে অজ ও গজ কীরূপ হয়?
ক. ডানদিকে ঊর্ধ্বগামী খ. ভূমি অক্ষে সমান্তরাল
গ. বামদিকে নিম্নগামী ঘ. লম্ব অক্ষে সমান্তরাল
সঠিক উত্তর :খ. ভূমি অক্ষে সমান্তরাল
১০. একচেটিয়া প্রতিযোগিতার বাজারে নতুন ফার্মের বাজারে প্রবেশ ও প্রস্থান করার ক্ষেত্রে
ক. কোনো বাধা নেই খ. বাধা আছে
গ. খুব সহজ ঘ. খুব কঠিন
সঠিক উত্তর :ক. কোনো বাধা নেই
১১. মোট আয় ও মোট ব্যয় সমান হলে তাকে কী বলা হয়?
ক. সর্বোচ্চ মুনাফা খ. স্বাভাবিক মুনাফা
গ. উচ্চ মুনাফা ঘ. সর্বনিম্ন মুনাফা
সঠিক উত্তর : খ. স্বাভাবিক মুনাফা
১২. কোন বাজার ক্রেতা-বিক্রেতার বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে?
ক. অলিগোপালী খ. ডুওপলি
গ. মনোপলি ঘ. পূর্ণ প্রতিযোগিতা
সঠিক উত্তর :ঘ. পূর্ণ প্রতিযোগিতা
১৩. পূর্ণ প্রতিযোগিতার বাজারের অধীনে শিল্পে ফার্ম দীর্ঘকালীন সময়ে-
র. অবাধে প্রবেশ করে
রর. প্রয়োজনে শিল্প ত্যাগ করে
ররর. উৎপাদনে বাধানিষেধ নেই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর
১৪. কোন বাজারে সুদের হার নির্ধারণ হয়?
ক. অর্থ বাজার খ. উপকরণ বাজার
গ. মূলধন বাজার ঘ. শ্রম বাজার
সঠিক উত্তর : ক. অর্থ বাজার
১৫. একচেটিয়া বাজারে ক্রেতার দিক থেকে কী আসে?
ক. চাহিদা খ. যোগান
গ. উৎপাদন ঘ. ভোগ
সঠিক উত্তর :ক. চাহিদা
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর লেখ।
যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। বাজার সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে।
১৬. উদ্দীপকে বাজারে কেনাবেচা হয়-
র. সোনা রর. শেয়ার ররর. গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ক. র ও রর
১৭. এ বাজারে দ্রব্যসামগ্রী-
র. একই গুণসম্পন্ন রর. সমজাতীয় ররর.পরিপূরক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
১৮. ক্লোজআপ টুথপেস্ট কোন বাজারের পণ্য?
ক. একচেটিয়ামূলক প্রতিযোগিতা
খ. পূর্ণ প্রতিযোগিতা
গ. ডুওপলি ঘ. অলিগোপালী
সঠিক উত্তর : ক. একচেটিয়ামূলক প্রতিযোগিতা
১৯. পিডিবি এমন একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের পলস্নী এলাকায় একচ্ছত্র বিদু্যতের যোগানদাতা ও দাম নির্ধারক। এজন্য পিডিবির বিদু্যৎ কোন বাজারের আওতাধীন?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ. একচেটিয়া বাজার
গ. একচেটিয়া প্রতিযোগিতার বাজার
ঘ. একচেটিয়া ক্রেতার বাজার
সঠিক উত্তর : খ. একচেটিয়া বাজার
২০. মনোপলি বাজারের বৈশিষ্ট্য হলো-
র. একজন ক্রেতা ও অনেক বিক্রেতা
রর. অনেক ক্রেতা ও একজন বিক্রেতা
ররর. নিকট পরিবর্তক দ্রব্য নেই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. রর ও ররর
২১. কোন বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই?
ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার
খ. দুজন বিক্রেতার বাজার
গ. কয়েকজন বিক্রেতার বাজার
ঘ. একচেটিয়া বাজার
সঠিক উত্তর : ঘ. একচেটিয়া বাজার
পরবর্তী অংশ আগামী সংখ্যায়