শাবিপ্রবিতে ইনোভেশন হাব উদ্বোধন
প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নে ইনোভেশন হাব উদ্বোধন করা হয়েছে। আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ২৯ জুন ইনোভেশন হাবের চাবি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চাবি হস্তান্তর করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির প্রজেক্ট পরিচালক আব্দুল ফাতাহ বালিগুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ডক্টর ফরহাদ রাব্বি। অনুষ্ঠানে ইনোভেশন হাবের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন হাবের ন্যাশনাল কো-অর্ডিনেটর লতিফুল খাবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইসিটির পরিচালক অধ্যাপক ডক্টর মো. জহিরুল ইসলাম।
ইনোভেটিভ আইডিয়াকে ব্যবসায়িক আইডিয়াতে পরিণত করা সম্পর্কে বিশদ আলোচনা করেন বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ইনোভেশন ও কমার্শিয়ালাইজেশন বিশেষজ্ঞ এ এন এম শফিকুল ইসলাম।