শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

প্রশ্ন:কার্বনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর:৬টি।

প্রশ:ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর:৫টি।

প্রশ্ন:অ্যালুমিনিয়ামের যোজনী কত?

উত্তর:৩টি।

প্রশ্ন:ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর:১২টি।

প্রশ্ন:ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত?

উত্তর:২টি।

প্রশ্ন:অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি?

উত্তর:১৩টি।

প্রশ্ন:কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর:৩২টি।

প্রশ্ন:অক্সিজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর:৬টি।

প্রশ্ন:ফসফেটের যোজনী কত?

উত্তর:৩টি।

প্রশ্ন:অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর:৩টি।

প্রশ্ন:নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর:৭টি।

প্রশ্ন:২, ৮, ৭ এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?

উত্তর:ক্লোরিন।

প্রশ্ন:মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?

উত্তর:১১৮টি।

প্রশ্ন:একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর:১৮টি।

প্রশ্ন: ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কত সালে?

উত্তর:১৮০৩ সালে।

প্রশ্ন:সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর:২টি।

প্রশ্ন:নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখ-

উত্তর:২, ৫।

প্রশ্ন:পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর:৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে