প্রশ্ন:কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর:৬টি।
প্রশ:ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর:৫টি।
প্রশ্ন:অ্যালুমিনিয়ামের যোজনী কত?
উত্তর:৩টি।
প্রশ্ন:ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর:১২টি।
প্রশ্ন:ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত?
উত্তর:২টি।
প্রশ্ন:অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি?
উত্তর:১৩টি।
প্রশ্ন:কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর:৩২টি।
প্রশ্ন:অক্সিজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর:৬টি।
প্রশ্ন:ফসফেটের যোজনী কত?
উত্তর:৩টি।
প্রশ্ন:অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর:৩টি।
প্রশ্ন:নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর:৭টি।
প্রশ্ন:২, ৮, ৭ এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?
উত্তর:ক্লোরিন।
প্রশ্ন:মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?
উত্তর:১১৮টি।
প্রশ্ন:একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর:১৮টি।
প্রশ্ন: ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কত সালে?
উত্তর:১৮০৩ সালে।
প্রশ্ন:সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর:২টি।
প্রশ্ন:নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখ-
উত্তর:২, ৫।
প্রশ্ন:পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর:৮টি।