শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জাবিতে ২১১ কোটি টাকার বাজেট

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
জাবিতে ২১১ কোটি টাকার বাজেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধায় ব্যয় হবে ২১১ কোটি ৭৭ লাখ টাকা- যা মূল বাজেটের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যেখানে শিক্ষার্থী কল্যাণে বরাদ্দ শূন্য। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে ২৯ জুন সিনেটের ৪১তম অধিবেশনে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয় আয় করবে ৩৯ কোটি ৩২ লাখ টাকা।

সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, সিনেটের শিক্ষক প্রতিনিধি ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে