দশম শ্রেণির অর্থনীতি

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
চতুর্থ অধ্যায় ১৪. একটি আদর্শ সংগঠনের প্রথম ধাপ কী? ক. ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ খ. ব্যবসায়ের কার্যাবলি নির্ধারণ গ. কার্যাবলির বিভাগ ঘ. কর্তব্য বণ্টন সঠিক উত্তর : ক. ব্যবসায়ের উদ্দেশ্য নির্ধারণ ১৫. প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে? ক. সর্বনিম্ন বিন্দুকে ছেদ করে খ. সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে গ. সমান্তরাল ছেদ করে ঘ. লম্বালম্বি ছেদ করে সঠিক উত্তর :খ. সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে ১৬. কে উৎপাদনের জন্য পরিকল্পনা করেন? ক. প্রধান ব্যবস্থাপক খ. প্রধান প্রকৌশলী গ. সংগঠক ঘ. শ্রমিক নেতা সঠিক উত্তর :গ. সংগঠক ১৭. উৎপাদন ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য? ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি খ. ক্রমহ্রাসমান উপযোগ বিধি গ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ঘ. ক্রমহ্রাসমান মোট উৎপাদন বিধি সঠিক উত্তর :ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ১৮. এক হেক্টর কত একরের সমান? ক. ২.৪৭ খ. ২.৭৪ গ. ৪.৪৭ ঘ. ৭.৪৭ সঠিক উত্তর : ক. ২.৪৭ ১৯. কোন কারখানার কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয়, শ্রমিকের মজুরি ও ঘরভাড়া প্রদান ইত্যাদি বাবদ যে অর্থ ব্যয় হয় তাকে কী বলে? ক. প্রকৃত ব্যয় খ. আর্থিক ব্যয় গ. মানবিক ব্যয় ঘ. ব্যক্তিগত ব্যয় সঠিক উত্তর : খ. আর্থিক ব্যয় ২০. উপকরণ বাবদ ব্যয়ের অপর নাম কী? ক. প্রকৃত উৎপাদন ব্যয় খ. প্রান্তিক উৎপাদন ব্যয় গ. আর্থিক উৎপাদন ব্যয় ঘ. সাধারণ উৎপাদন ব্যয় সঠিক উত্তর : গ. আর্থিক উৎপাদন ব্যয় ২১. কোন ধরনের ব্যয়ের কথা ফার্মের হিসাব বইয়ে থাকে? ক. প্রকাশ্য ব্যয় খ. অ-প্রকাশ্য ব্যয় গ. আর্থিক ব্যয় ঘ. প্রান্তিক ব্যয় সঠিক উত্তর : খ. অ-প্রকাশ্য ব্যয় ২২. প্রকৃত উৎপাদন ব্যয় কী ধরনের ধারণা? ক. মানবিক খ. নৈতিক গ. আর্থিক ঘ. সামষ্টিক সঠিক উত্তর : ক. মানবিক ২৩. সামাজিক ব্যয়ে কোন ব্যয়ের প্রতিফলন ঘটে? ক. ব্যক্তিগত ব্যয় খ. প্রকাশ্য ব্যয় গ. আর্থিক ব্যয় ঘ. প্রকৃত ব্যয় সঠিক উত্তর : ক. ব্যক্তিগত ব্যয় নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর লেখ। গণি মিয়া একজন কৃষক। তিনি তার তিন বিঘা জমিতে ১০ জন শ্রমিক নিয়োগ করে ২৫০০ কেজি ধান, ১৫০০ কেজি গম ও ২০০০ কেজি আলু উৎপাদন করে। পরের বছর ১১ জন শ্রমিক নিয়োগ করে ৬১০০ কেজি ফসল পেল। ২৪. গণি মিয়ার প্রথম বছর মোট উৎপাদন কত? ক. ১০০ কেজি খ. ৬০০ কেজি গ. ৬০০০ কেজি ঘ. ৬১০০ কেজি সঠিক উত্তর : গ. ৬০০০ কেজি ২৫. গণির জমিতে কার্যকর হয়েছে- \হর. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি রর. মার্শাল প্রান্তিক উৎপাদন বিধি ররর. প্রান্তিক উপযোগ বিধি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২৬. শ্রমিক শ্রমের যোগান দিতে গিয়ে বিশ্রাম ত্যাগ করলে তাকে কী বলে? ক. প্রকাশ্য ব্যয় খ. সামাজিক ব্যয় গ. আর্থিক ব্যয় ঘ. প্রকৃত ব্যয় সঠিক উত্তর : ঘ. প্রকৃত ব্যয় ২৭. হাশেম সাহেব রাত-দিন কঠোর পরিশ্রম করে সাংসারিক অনেক ত্যাগ স্বীকার করে একটি মুরগির ফার্ম দাঁড় করাল। তার এই ত্যাগ ও পরিশ্রম কী ধরনের ব্যয়? ক. আর্থিক উৎপাদন ব্যয় খ. প্রকৃত উৎপাদন ব্যয় গ. সাধারণ উৎপাদন ব্যয় ঘ. শ্রম উৎপাদন ব্যয় সঠিক উত্তর : খ. প্রকৃত উৎপাদন ব্যয় ২৮. আমজাদ আলী তার নিজ বাসায় একটি কক্ষে মাশরুম চাষ শুরু করেছেন। এটা তার ব্যয় হলো- র. সামাজিক ব্যয় রর. ব্যক্তিগত ব্যয় ররর. প্রকাশ্য ব্যয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর ২৯. উৎপাদন কয়টি উপকরণ অনুপস্থিত থাকলে উৎপাদন অসম্ভব? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি সঠিক উত্তর : ক. ১টি ৩০. মামুন সাহেব তার গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ২০০ জন শ্রমিক নিয়োগ দিয়ে মাসে ২০০০০ শার্ট তৈরি করেন। তার প্রতিষ্ঠানের গড় উৎপাদন কত? ক. ১০০টি শার্ট খ. ২০০টি শার্ট গ. ৩০০টি শার্ট ঘ. ৪০০টি শার্ট সঠিক উত্তর : ক. ১০০টি শার্ট পরবর্তী অংশ আগামী সংখ্যায়