প্রশ্ন: একাটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: ক্যালসিয়াম সালফেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: কার্বনের আইসোটোপ কয়টি?
উত্তর: ৩টি।
প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৬টি।
প্রশ্ন: অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৮টি।
প্রশ্ন: কার মতবাদে পরমাণু অবিভাজ্য?
উত্তর: ডেমোক্রিটাস এর মতাবাদে পরমাণু অবিভাজ্য।
প্রশ্ন: সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ১৪টি।
প্রশ্ন: ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫ হলে মৌলটি কী?
উত্তর: ফসফরাস।
প্রশ্ন: সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ১টি।
প্রশ্ন: কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভরসংখ্যা কত?
উত্তর: ১৩টি।
প্রশ্ন: অক্সিজেন মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ৮টি।
প্রশ্ন: অক্সিজেন পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: (ঈঐ৩ঈঙঙ)২ ঈধ যৌগটিতে পরমাণুর সংখ্যা কত?
উত্তর: ১৫টি।
প্রশ্ন: ২, ৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
উত্তর: গম।
প্রশ্ন: সালফারের ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ১৬টি।
প্রশ্ন: কোন মৌলের একাধিক যোজনী আছে?
উত্তর: লেড।
প্রশ্ন: নিয়নের পারমাণকি সংখ্যা কত?
উত্তর: ১০টি।