একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বিলাসী ৩১. 'সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশি থাকিতে পারে।' উক্তিটি কার? ক. ন্যাড়ার খ. মৃতু্যঞ্জয়ের গ. বিলাসীর ঘ. বাড়ির মালিকের উত্তর : গ. বিলাসীর ৩২. কতক্ষণের মধ্যে মৃতু্যঞ্জয় প্রকান্ড একটা খরিশ গোখরা ধরে? ক. পাঁচ মিনিটে খ. দশ মিনিটে গ. আধা ঘণ্টায় ঘ. এক ঘণ্টায় উত্তর : খ. দশ মিনিটে ৩৩. মৃতু্যঞ্জয়ের মৃতু্যশয্যায় কত কোটি দেব-দেবীর দোহাই পড়া হয়েছিল? ক. পঁচিশ খ. ত্রিশ গ. তেত্রিশ ঘ. পঞ্চাশ উত্তর : গ. তেত্রিশ ৩৪. কামস্কাটকায় কতটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে? ক. ষোলো খ. সতেরো গ. আঠারো ঘ. উনিশ উত্তর : খ. সতেরো ৩৫. হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগের নাম কী? ক. সত্যযুগ খ. ত্রেতাযুগ গ. দ্বাপরযুগ ঘ. কলিযুগ উত্তর : ক. সত্যযুগ ৩৬. 'ধুচুনি' শব্দের অর্থ কী? ক. বেতের ঝুড়ি খ. বাঁশের ঝুড়ি গ. বেতের লাঠি ঘ. বাঁশের লাঠি উত্তর : খ. বাঁশের ঝুড়ি ৩৭. 'মনসা' কে? ক. ধনের দেবী খ. সাপের দেবী গ. বিদ্যার দেবী ঘ. সম্পদের দেবী উত্তর : খ. সাপের দেবী ৩৮. 'এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না।' উক্তিটিতে দরকারি তথ্য হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? ক. বিদ্যালয়ে যাওয়ার বিষয় খ. খেলাধুলার বিষয় গ. লেখাপড়ার বিষয় ঘ. শহরে স্থায়ী বসবাসের বিষয় উত্তর : গ. লেখাপড়ার বিষয় ৩৯. 'গ্রামের মধ্যে মৃতু্যঞ্জয়ের ছিল এমনই সুনাম।' উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? ক. তাচ্ছিল্য খ. সম্মান গ. উপহাস ঘ. মর্যাদা উত্তর : গ. উপহাস ৪০. 'অসাধ্য সাধন' শব্দটির প্রয়োগে লেখক কোন দিকটির প্রতিফলন করতে চেয়েছেন? ক. বিলাসীর সাহসিকতা খ. বিলাসী-মৃতু্যঞ্জয়ের পরিণয় গ. বিলাসীর মানসিক সেবাধর্মিতা উত্তর : গ. বিলাসীর মানসিক সেবাধর্মিতা ৪১. 'গ্রামটা রসাতলে গেল।' মৃতু্যঞ্জয়ের খুড়ার এই উক্তিতে কী প্রতিফলিত হয়? ক. কুসংস্কার খ. ধর্মীয় গোঁড়ামি গ. গ্রামের অবনতি ঘ. গ্রামের উন্নতি উত্তর : খ. ধর্মীয় গোঁড়ামি ৪২. 'মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।' 'মহত্ত্বের কাহিনি' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. উদারতার কথা খ. নীচতার কথা গ. মহানুভবতার কথা ঘ. সুখ্যাতির কথা উত্তর : খ. নীচতার কথা ৪৩. কৃতবিদ্যা শিশুর দল বড় হয়ে কীসের আত্মপ্রকাশ করবে? ক. পান্ডিত্য খ. বিদ্যার তেজ গ. বিদ্যার মাহাত্ম্য ঘ. যোগ্যতা উত্তর : খ. বিদ্যার তেজ ৪৪. 'বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।' উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? ক. ন্যাড়ার সাহসিকতা খ. ন্যাড়ার আত্মসম্মানবোধ গ. ন্যাড়ার ভীরুতা ঘ. পথের স্বল্পতা উত্তর : খ. ন্যাড়ার আত্মসম্মানবোধ ৪৫. শরৎচন্দ্রের শিল্পীমানসের মৌলিক বৈশিষ্ট্য্ত র. মানবতা রর. মানুষের প্রতি ভালোবাসা ররর. সমাজের অসঙ্গতি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৪৬. শরৎচন্দ্রের উপন্যাস সম্পর্কে সমর্থনযোগ্য্ত র. প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে রর. বিদেশি ভাষায় অনূদিত হয়েছে ররর. চলচ্চিত্রায়িত হয়েছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। আদু ভাই ক্লাস সেভেনে পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো। কারণ, ওই বিশেষ শ্রেণি ব্যতীত আর কোনো শ্রেণিতে তিনি কখনো পড়েছেন কিনা, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন, সে কথা ছাত্রেরা কেউ জানত না। শিক্ষকেরাও অনেকেই জানতেন না বলেই বোধ হতো। অনেক শিক্ষকই তাকে 'আদু ভাই' বলে ডাকতেন। কারণ নাকি এই, তারাও এককালে আদু ভাইয়ের সহপাঠী ছিলেন এবং সবাই নাকি ক্লাস সেভেনেই আদু ভাইয়ের সঙ্গে পড়েছেন। ৪৭. উদ্দীপকের আদু ভাইয়ের সঙ্গে 'বিলাসী' গল্পে কার সাদৃশ্য রয়েছে? ক. ন্যাড়া খ. মৃতু্যঞ্জয় গ. খড়া ঘ. বিলাসী উত্তর : খ. মৃতু্যঞ্জয় ৪৮. উক্ত চরিত্রে আদু ভাইয়ের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছ্তে র. একই ক্লাসে দীর্ঘদিন পড়া রর. উত্তীর্ণ না হওয়া ররর. পঠিত ক্লাসের পড়া শুরুর ইতিহাস অজানা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও কাঙালির কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মড়া ছুঁইয়া আসিয়াছে, কী জানি, এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি! ধমক দিয়া বলিলেন, 'মা মরেছে ত যা নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে! কী জাতের ছেলে তুই?' কাঙালি সভয় প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, 'আমরা দুলে।' অধর কহিলেন, 'দুলে! দুলের মড়ার কাঠ কী হবে শুনি? ৪৯. উদ্দীপকের কাঙালির সঙ্গে 'বিলাসী' গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? ক. বিলাসী খ. ন্যাড়া গ. খুড়া ঘ. মৃতু্যঞ্জয় উত্তর : ক. বিলাসী