পঞ্চম শ্রেণির বাংলা
প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
মাটির নিচে যে শহর
১৬) এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?
ক. রূপাগড়া খ. মনগড়া
গ. সোনাগড়া ঘ. সোনাঝুরি
উত্তর : গ. সোনাগড়া
১৭) 'সভ্য' শব্দটির অর্থ কী?
ক. জনপদ খ. ভদ্র
গ. অনুন্নত ঘ. উন্নত
উত্তর : খ. ভদ্র
১৮) ঢাকা থেকে উয়ারী-বটেশ্বরের অবস্থান কোন দিকে?
ক. পূর্ব দিকে খ. উত্তর দিকে
গ. উত্তর-পূর্ব দিকে ঘ. উত্তর-পশ্চিম দিকে
উত্তর : গ. উত্তর-পূর্ব দিকে
১৯) উয়ারী-বটেশ্বর থেকে পাওয়া নিদর্শন গবেষণা করে কী বোঝা যায়?
ক. এখানে সভ্য মানুষের বাস ছিল
খ. মানুষের জীবনযাত্রা অনুন্নত ছিল
গ. যুদ্ধ-বিগ্রহ বেশি হতো
ঘ. স্থানটি বেশি দিনের পুরনো নয়
উত্তর : ক. এখানে সভ্য মানুষের বাস ছিল
২০) 'মূল্যবান' শব্দের অর্থ কী?
ক. দামি খ. ভদ্র
গ. রৌপ্য ঘ. প্রত্নসম্পদ
উত্তর : ক. দামি
২১) অনুচ্ছেদে মূলত কী প্রকাশিত হয়েছে?
ক. প্রাচীন মৃৎশিল্পের পরিচিতি
খ. ঐতিহাসিক স্থাপত্যের পরিচয়
গ. বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনার পরিচয়
ঘ. আধুনিক জীবনযাত্রা সম্পর্কে ধারণা
উত্তর : গ. বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনার পরিচয়
২২) 'প্রাচীন' শব্দের অর্থ কী?
ক. প্রাকৃতিক খ. প্রত্নতাত্ত্বিক স্থান
গ. অনেক পুরাতন ঘ. উচ্চ গুণসম্পন্ন
উত্তর : গ. অনেক পুরাতন
২৩) উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম প্রচেষ্টা নেওয়া হয় কত সালে?
ক. ১৯৩৩ সালে খ. ১৯৫৫ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ২০০০ সালে
উত্তর : ক. ১৯৩৩ সালে
২৪) 'খনন' শব্দের অর্থ কী?
ক. উদ্ধার করা খ. গবেষণা করা
গ. আবিষ্কার করা ঘ. গর্ত করা
উত্তর : ঘ. গর্ত করা
২৫) হাবিবুলস্নাহ পাঠান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে কোথায় জমা দেন?
ক. থানায় খ. স্কুলে
গ. জাদুঘরে ঘ. চেয়ারম্যানের কার্যালয়ে
উত্তর : গ. জাদুঘরে
২৬) 'উয়ারী' হলো একটি-
ক. জাদুঘরের নাম খ. গ্রামের নাম
গ. বিশ্ববিদ্যালয়ের নাম ঘ. শহরের নাম
উত্তর : খ. গ্রামের নাম
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
১) ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর এগুলো দূর থেকে সহজেই দেখা যায় কেন?
উত্তর : ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর এগুলো মাটির ওপর ঢিঁবির আকারে অবস্থিত। তাই এগুলোকে দূর থেকেও সহজে দেখা যায়।
২) মহাস্থানগড় ও মধুপুর গড়ের মাটি দেখে মৃত্তিকা বৈজ্ঞানিকরা কী বলেন?
উত্তর : মহাস্থানগড় ও মধুপুর গড়ের মাটি দেখে মৃত্তিকা বৈজ্ঞানিকরা বলেন, এ অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরনো।
৩) উয়ারী-বটেশ্বর স্থানটি নরসিংদীর কোন কোন উপজেলায় অবস্থিত?
উত্তর : উয়ারী-বটেশ্বর স্থানটি নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত।
৪) উয়ারী-বটেশ্বর রাজ্যের সাথে কাদের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়?
উত্তর : উয়ারী-বটেশ্বর রাজ্যের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে রোমান সাম্রাজ্যের যোগাযোগ ছিল বলে ধারণা করা হয়।
৫) উয়ারী-বটেশ্বর সম্পর্কে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের মতামত কী?
উত্তর : উয়ারী-বটেশ্বর সম্পর্কে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান মত প্রকাশ করেন, অত্যন্ত সমৃদ্ধশালী এবং সঠিক পরিকল্পনায় গড়া এই সভ্যতাটি প্রাচীন কালে 'সোনাগড়া' নামে পরিচিত ছিল।
৬) উয়ারী-বটেশ্বর থেকে কত দূরে কোথায় বৌদ্ধ পদ্মমন্দির আবিষ্কৃত হয়েছে?
উত্তর : উয়ারী-বটেশ্বর থেকে ৪ কিলোমিটার দূরে শিবপুর উপজেলার মন্দির ভিটায় একটি বৌদ্ধ পদ্মমন্দির আবিষ্কৃত হয়েছে।
৭) উয়ারী-বটেশ্বর বলে যা শোনা যায় তা আসলে কী?
উত্তর : উয়ারী আর বটেশ্বর আসলে পাশাপাশি দুটি গ্রাম। এ স্থানসমূহের মাটি খুঁড়ে সুপ্রাচীন এক নগর-জনপদের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে উয়ারী-বটেশ্বর বলতে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়।
৮) উয়ারী-বটেশ্বর ঢাকা থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত?
উত্তর : উয়ারী-বটেশ্বর ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।
৯) উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত? সুফি মোস্তাফিজুর রহমানের পরিচয় লেখো।
উত্তর : উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
সুফি মোস্তাফিজুর রহমান হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক। তার নেতৃত্বে ২০০০ সালে উয়ারী-বটেশ্বরের খনন কাজ শুরু হয়।
পরবর্তী অংশ আগামী সংখ্যায়