দশম শ্রেণির অর্থনীতি

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
তৃতীয় অধ্যায় ১৩. বাজার যোগান সূচি তৈরি করা যায় কীভাবে? ক. সমষ্টিগত যোগান সূচির মাধ্যমে খ. সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচির মাধ্যমে গ. জাতীয় যোগান সূচির মাধ্যমে ঘ. ভোক্তার ভোগের যোগফলের মাধ্যমে সঠিক উত্তর :খ. সব বিক্রেতার ব্যক্তিগত যোগান সূচির মাধ্যমে ১৪. যোগান সূচিতে কীসের প্রতিফলন ঘটে? ক. চাহিদা ও যোগানের বৈষম্য খ. দাম ও চাহিদার বৈষম্য গ. যোগান ও চাহিদার সম্পর্ক ঘ. যোগান বিধির সঠিক উত্তর :ঘ. যোগান বিধির ১৫. বাজার যোগান রেখার আকৃতি কেমন? ক. ডানদিকে ঊর্ধ্বগামী খ. বামদিকে ঊর্ধ্বগামী গ. সমান্তরাল ঘ. নিম্নগামী সঠিক উত্তর :খ. বামদিকে ঊর্ধ্বগামী ১৬. বাজার যোগান সূচি অনুযায়ী যোগান কখন সর্বোচ্চ হয়? ক. দাম হ্রাস পেলে খ. দাম বৃদ্ধি পেলে গ. বাজারের সকল বিক্রেতার মজুতের ওপর ভিত্তি করে ঘ. সকল ভোক্তার ভোগের সমন্বয়ে সঠিক উত্তর :খ. দাম বৃদ্ধি পেলে ১৭. কোনটির প্রভাবে যোগান রেখা ঊর্ধ্বগামী হয়? ক. ভোক্তার প্রভাবে খ. বিক্রেতার প্রভাবে গ. দামের প্রভাবে ঘ. উপযোগের প্রভাবে সঠিক উত্তর :গ. দামের প্রভাবে ১৮. আশরাফ একজন ফল ব্যবসায়ী। হঠাৎ কমলার দাম প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেলে তিনি কী করবেন? ক. কমলার সরবরাহ কমাবেন খ. কমলার সরবরাহ বৃদ্ধি করবেন গ. অন্যান্য ফলের সরবরাহ বৃদ্ধি করবেন ঘ. সব ফলের সরবরাহ গতানুগতিক রাখবেন সঠিক উত্তর : খ. কমলার সরবরাহ বৃদ্ধি করবেন ১৯. যোগান রেখা সাধারণত কোন দিকে গমন করে? ক. ডানদিকে ঊর্ধ্বগামী খ. ডানদিকে নিম্নগামী গ. ইউ আকৃতির ঘ. নিম্নগামী হয় সঠিক উত্তর :ক. ডানদিকে ঊর্ধ্বগামী ২০. মূল্য বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং মূল্য হ্রাস পেলে যোগান হ্রাস পায় এর পরিপ্রেক্ষিতে বলা যায়- র. দাম ও যোগান সমমুখী রর. দাম ও যোগান বিপরীতমুখী ররর. দাম যেদিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :গ. র ও ররর চতুর্থ অধ্যায় ১. কে উৎপাদনের উপকরণ সংগ্রহ ও সব কাজ তদারকি করে? ক. সংগঠন খ. পরিচালক গ. সচিব ঘ. শ্রমিক সঠিক উত্তর : ক. সংগঠন ২. সংগঠকের প্রাপ্যতা কোনটি? ক. মজুরি খ. সুদ গ. মুনাফা ঘ. খাজনা সঠিক উত্তর : গ. মুনাফা ৩. উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ক. ২ ভাগ খ. ৩ ভাগ গ. ৪ ভাগ ঘ. ৫ ভাগ সঠিক উত্তর : ঘ. ৫ ভাগ ৪. ব্যবসায়ের মূল ভিত্তি কী? ক. ভূমি খ. শ্রম গ. মূলধন ঘ. সংগঠন সঠিক উত্তর : ঘ. সংগঠন ৫. বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ হওয়া সত্ত্বেও উৎপাদনের কোন উপাদানের গুরুত্ব কম? ক. শ্রম ও সংগঠন খ. ভূমি ও মূলধন গ. ভূমি ও শ্রম ঘ. মূলধন ও সংগঠন সঠিক উত্তর :ঘ. মূলধন ও সংগঠন ৬. সাংগঠনিক কাঠামোর কাজ হলো- র. সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা রর. লক্ষ্য অর্জন করা ররর. প্রয়োজনীয় রূপরেখা তৈরি করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৭. অন্য একজনকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়? ক. রূপগত খ. কালগত গ. সেবাগত ঘ. মালিকানা সঠিক উত্তর : ঘ. মালিকানা ৮. ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কোনটি? ক. উৎপাদন খাত খ. যন্ত্রপাতি গ. সংগঠন ঘ. মূলধন সঠিক উত্তর :গ. সংগঠন ৯. সময়ের ব্যবধানের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে কী বলে? ক. রূপগত উপযোগ খ. স্থানগত উপযোগ গ. স্বতগত উপযোগ ঘ. কালগত উপযোগ সঠিক উত্তর :ঘ. কালগত উপযোগ ১০. রহিম মিয়া তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করলে বেশি দাম পায়। কারণ- র. শহরে আনলে ফুলের উপযোগ বাড়ে রর. সৌখিন লোকরাই বেশি ফুল পছন্দ করে ররর. শহরে আনলেই ফুলের বিনিয়োগ বাড়ে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর ১১. যুক্তরাষ্ট্র ও জাপানে উৎপাদনের কোন উপাদানের গুরুত্ব বেশি? ক. ভূমি ও মূলধন খ. মূলধন ও সংগঠন গ. ভূমি ও শ্রম ঘ. শ্রম ও সংগঠন সঠিক উত্তর : খ. মূলধন ও সংগঠন নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর লেখ। রাবেয়া জান্নাত গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবস্থাপক। তিনি ফ্যাক্টরির খাজনা, কর্মচারীদের মজুরি ও কাঁচামালের দাম প্রদান করেন। ১২. উলিস্নখিত কাজগুলো ব্যবস্থাপকের কী ধরনের কাজ? ক. নীতি নির্ধারণ খ. বণ্টন গ. তত্ত্বাবধান ঘ. ঝুঁকি গ্রহণ সঠিক উত্তর :খ. বণ্টন ১৩. অনুচ্ছদের আলোকে রাবেয়া জান্নাতকে বলা যায়- র. সংগঠক রর. উদ্যোক্তা ররর. মালিক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়