একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
বিলাসী উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও। নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামে কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়িতে গেলে গ্রামের ওই মানুষ নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে এ সময় কিছুতেই কোথাও যাবে না। ১০. অনুচ্ছেদের সঙ্গে 'বিলাসী' গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছ্তে র. নারীর প্রতি নির্যাতন রর. কুসংস্কারাচ্ছন্ন সমাজ ররর. গ্রামীণ বিচারব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ১১. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়ই্ত র. প্রতিবাদী নারীসত্তা রর. নির্যাতিত নারী ররর. কুসংস্কারের শিকার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :গ. রর ও ররর ১২. 'ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।' উক্তিটি কার? ক. ন্যাড়ার খ. মৃতু্যঞ্জয়ের গ. বিলাসীর ঘ. খুড়ার উত্তর :গ. বিলাসীর ১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? ক. দুর্গেশনন্দিনী খ. মন্দির গ. গৃহদাহ ঘ. গোরা উত্তর :গ. গৃহদাহ ১৪. ন্যাড়াদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হতো? ক. দুই খ. তিন গ. চার ঘ. ছয় উত্তর : গ. চার ১৫. পলস্নীগ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হয়? ক. ৫টায় খ. ৬টায় গ. ৭টায় ঘ. ৮টায় উত্তর :ঘ. ৮টায় ১৬. 'বিলাসী' গল্পের পলিস্নবালকদের কোন সময় ধুলোর সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো? ক. গ্রীষ্মকালে খ. বসন্তকালে গ. শীতকালে ঘ. হেমন্তকালে উত্তর :ক. গ্রীষ্মকালে ১৭. স্কুলে যাওয়ার দুই ক্রোশের মধ্যে এমন আরও কয়টি গ্রাম পার হতে হয়? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি উত্তর : ক. তিনটি ১৮. 'বিলাসী' গল্পে মৃতু্যঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল? ক. ফার্স্ট খ. সেকেন্ড গ. থার্ড ঘ. ফোর্থ উত্তর :গ. থার্ড ১৯. স্কুলের পথে মাঝেমধ্যে ন্যাড়ার সঙ্গে কার দেখা হতো? ক. বিলাসী খ. খুড়া গ. মৃতু্যঞ্জয় ঘ. বিলাসীর বাবা উত্তর :গ. মৃতু্যঞ্জয় ২০. মৃতু্যঞ্জয়ের কীসের বাগান ছিল? ক. জাম-লিচুর খ. কাঁঠাল-লিচুর গ. আম-জামের ঘ. আম-কাঁঠালের উত্তর :ঘ. আম-কাঁঠালের ২১. 'বিলাসী' গল্পে মৃতু্যঞ্জয় কয় মাস ধরে শয্যাগত ছিল? ক. এক খ. দুই গ. দেড় ঘ. আড়াই উত্তর : গ. দেড় ২২. কে মৃতু্যঞ্জয়কে বাঁচিয়ে তোলার ভার গ্রহণ করেছে? ক. বিলাসী খ. খুড়া গ. ন্যাড়া ঘ. বিলাসীর বাবা উত্তর : ক. বিলাসী ২৩. লেখক কত দিন মৃতু্যঞ্জয়ের খবর নেননি? ক. প্রায় এক মাস খ. প্রায় দুই মাস গ. প্রায় তিন মাস ঘ. প্রায় চার মাস উত্তর : খ. প্রায় দুই মাস ২৪. 'ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না।' উক্তিটি কার? ক. বিলাসীর খ. ন্যাড়ার গ. খুড়ার ঘ. গল্পকথকের আত্মীয়ের স্ত্রীর উত্তর : ঘ. গল্পকথকের আত্মীয়ের স্ত্রীর ২৫. ন্যাড়ার আত্মীয়ের সংসার কত বছরের? ক. পনেরো খ. বিশ গ. পঁচিশ ঘ. ত্রিশ উত্তর : গ. পঁচিশ ২৬. 'বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও।' উক্তিটি কার? ক. বিলাসী খ. ন্যাড়া গ. মৃতু্যঞ্জয় ঘ. খুড়া উত্তর : ক. বিলাসী ২৭. মুখোপাধ্যায়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে কত বছর কাশীবাস করেন? ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ উত্তর : ক. দুই ২৮. ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজার জন্য কত টাকা দান করেন? ক. একশত খ. দুইশত গ. পাঁচশত ঘ. এক হাজার উত্তর : খ. দুইশত ২৯. 'তুমি না আগলালে সে রাত্তিরে আমাকে তারা মেরেই ফেলত।' উক্তিটি কার? ক. মৃতু্যঞ্জয়ের খ. খুড়ার গ. বিলাসীর ঘ. ন্যাড়ার উত্তর : গ. বিলাসীর ৩০. 'মাঝে মাঝে আমাদের গুরু-শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত।' কী বিষয়ে? ক. সাপ ধরা খ. শিকড় বিক্রি গ. বিষ সংগ্রহ ঘ. বিষদাঁত ভাঙা উত্তর : খ. শিকড় বিক্রি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়