জানার আছে অনেক কিছু
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে?
উত্তর: অ্যাডরেনালিন।
প্রশ্ন: কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজমের অভ্যন্তরে থাকে না?
উত্তর: লিপিড।
প্রশ্ন: ক্লোরোফিলের মধ্যে কোন ধাতব আয়রনটি আছে?
উত্তর: ম্যাঙ্গানিজ।
প্রশ্ন: ভূপৃষ্ঠ থেকে বহু উপরে উঠলে শরীর ফেটে রক্ত বের হয় কেন?
উত্তর: সেখানে বায়ুর চাপ কম থাকে।
প্রশ্ন: কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
উত্তর: আয়োডিন।
প্রশ্ন:একটি লাল ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে?
উত্তর: কালো।
প্রশ্ন: কোন উদ্ভিদ দলের মূল, কান্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে?
উত্তর: শৈবাল।
প্রশ্ন: কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
উত্তর: ফসফরাস।
প্রশ্ন: গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর: সালফিউরিক।
প্রশ্ন: প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তর: বৃষ্টিপাত।
প্রশ্ন: কোনটি রক্ত আমশয়ের জীবাণু?
উত্তর: সিগেলা।
প্রশ্ন: বিভাজন ক্ষমতা অনুসারে টিসু্য কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
প্রশ্ন: মৌলিক পদার্থের ধর্ম কীসের ওপর নির্ভর করে?
উত্তর: পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়