ঢাবিতে বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম চালু

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হবে। উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে এই প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন ও বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সভাপতির ভাষণে ২৬ জুন তিনি এই কথা জানান। অধিবেশনে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছারসহ সিনেট সদস্যরা। অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের ৯৭৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। উপাচার্যের অভিভাষণের পর কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেন।