বাউবিতে সেমিনার

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) 'শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি : প্রতিরোধ ও প্রতিকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ২৬ জুন বাউবি যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি ও আইকিউএসির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাউবি উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন। সেমিনারে রিসার্চপার্সন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর সানজিদা আখতার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন। বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিম বানু, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের শিক্ষক টুম্পা রানী দে।