আমার পথ
২৪. নিজ আত্মাকে চেনার দম্ভ যাতে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আনে তা-
র. শির উঁচু করে
রর. ভীতি সৃষ্টি করে
ররর. শক্তি বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
২৫. 'ধূমকেতু'র বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটি সামঞ্জস্যপূর্ণ-
র. সত্যের পথযাত্রী
রর. দাসত্ব হতে মুক্ত
ররর. অসাম্প্রদায়িক চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর
২৬. কুর্নিশ শব্দের অর্থ কী?
ক. অভিবাদন খ. অসম্মান প্রদর্শন
গ. ছোট হওয়া ঘ. শুভেচ্ছা
সঠিক উত্তর : ক. অভিবাদন
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও।
রফিক ডিগ্রি পাস করে বেকার রয়েছে। কী করবে বুঝতে পারছে না। নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা নেই। মনে মনে ভাবছে যদি একটি সরকারি চাকরি পাওয়া যেত।
২৭. উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধ অনুসারে আমাদের মধ্যে কোন বিষয়টি নেই?
ক. জ্ঞানের আলো খ. মর্যাদাবোধ
গ. বিবেকবোধ ঘ. আত্মনির্ভরতা
সঠিক উত্তর :ঘ. আত্মনির্ভরতা
২৮. উক্ত বিষয়টির অভাবে আমাদের মধ্যে যা প্রবল হয়ে উঠছে?
ক. দাসত্ব খ. হীনতা
গ. আত্মাভিমান ঘ. বিবেকহীনতা
সঠিক উত্তর : ক. দাসত্ব
২৯. 'সারথি' শব্দের অর্থ কী?
ক. ঘোড়ার চালক খ. গাড়িচালক
গ. রথচালক
ঘ. উটচালক
সঠিক উত্তর : গ. রথচালক
বিলাসী
১. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
ক. বনফুল খ. মন্দির
গ. বিলাসী ঘ. অন্নপাপ
উত্তর :খ. মন্দির
২. শরৎচন্দ্রের 'মন্দির' রচনাটি কী?
ক. উপন্যাস খ. প্রবন্ধ
গ. ছোট গল্প ঘ. গল্প
উত্তর :ঘ. গল্প
৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?
ক. ১৯২২ খ. ১৯২৩
গ. ১৯৩০ ঘ. ১৯৩৬
উত্তর :খ. ১৯২৩
৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৭৬ খ. ১৮৭৭
গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯
উত্তর :ক. ১৮৭৬
৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 'মন্দির' গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন?
ক. জগত্তারিণী স্বর্ণপদক খ. মধুসূদন পুরস্কার
গ. কুন্তলীন পুরস্কার ঘ. একুশে পদক
উত্তর : গ. কুন্তলীন পুরস্কার
৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. মুরারিপুর খ. দেবানন্দপুর
গ. মনিহারপুর ঘ. বরাকপুর
উত্তর : খ. দেবানন্দপুর
৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন?
ক. ২২ বছর খ. ২৪ বছর
গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর
উত্তর : খ. ২৪ বছর
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন?
ক. ১৯৩৬ খ. ১৯৩৭
গ. ১৯৩৮ ঘ. ১৯৩৯
উত্তর : গ. ১৯৩৮
৯. 'মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।' এখানে 'মহত্ত্ব' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গার্থে খ. প্রশংসার্থে
গ. শিক্ষার্থে ঘ. নিন্দার্থে
উত্তর : ক. ব্যঙ্গার্থে
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামে কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়িতে গেলে গ্রামের ওই মানুষ নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে এ সময় কিছুতেই কোথাও যাবে না।
১০. অনুচ্ছেদের সঙ্গে 'বিলাসী' গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছ্তে
র. নারীর প্রতি নির্যাতন
রর. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
ররর. গ্রামীণ বিচারব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১১. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়ই্ত
র. প্রতিবাদী নারীসত্তা
রর. নির্যাতিত নারী
ররর. কুসংস্কারের শিকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
১২. 'ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।' উক্তিটি কার?
ক. ন্যাড়ার খ. মৃতু্যঞ্জয়ের
গ. বিলাসীর ঘ. খুড়ার
উত্তর :গ. বিলাসীর
১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ক. দুর্গেশনন্দিনী খ. মন্দির
গ. গৃহদাহ ঘ. গোরা
উত্তর :গ. গৃহদাহ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়