শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৮ জুন ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:সবচেয়ে সক্রিয় ধাতু কী?

উত্তর:পটাশিয়াম।

প্রশ্ন:কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?

উত্তর:অ্যান্টিমনি।

প্রশ্ন:কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

উত্তর: পারদ এবং সিজিয়াম।

প্রশ্ন:দুধে কোন ধরনের এসিড থাকে?

উত্তর:ল্যাকটিক এসিড।

প্রশ্ন:কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

উত্তর:পারদ।

প্রশ্ন:সবচেয়ে ভারি তরল পদার্থ কী?

উত্তর:পারদ।

প্রশ্ন:কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

উত্তর:দস্তা।

প্রশ্ন:মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তর:৯৮.৪ক্ক ফারেনহাইট।

প্রশ্ন:বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?

উত্তর:বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

প্রশ্ন:পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কেন?

উত্তর:কারন কেরোসিন পানির চেয়ে হালকা।

প্রশ্ন:কোন জ্বালানি পোড়ালে প্রধানত সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে?

উত্তর:ডিজেল।

প্রশ্ন:ঐ+ আয়ন দ্রবণ্যের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলে?

উত্তর:ঢ়ঐ

প্রশ্ন:পাউরুটি বানানোর জন্য কোন ছত্রাকজাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়?

উত্তর:ঈস্ট।

প্রশ্ন:আলোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে?

উত্তর:১.৫ সেকেন্ড প্রায়।

প্রশ্ন:তারা'দের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?

উত্তর:হোয়াইট ডোয়ার্ফ।

প্রশ্ন:"কসমিক ইয়ার" বলতে কী বুঝায়?

উত্তর:ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল।

প্রশ্ন:সমুদ্র বায়ু কখন কখন প্রবল বেগে প্রভাহিত হয়?

উত্তর:অপরাহ্নে।

প্রশ্ন:কোন বায়ুমন্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

উত্তর:আয়নমন্ডল।

প্রশ্ন:কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুণ বেশি ওজন বহন করতে পারে?

উত্তর: পিঁপড়া।

প্রশ্ন: কোন প্রকারের মাটি চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপকারী?

উত্তর:দোঁআশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে