সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো।
মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তাছাড়া শখের যে কোনো জিনিসই সুন্দর
উত্তর : মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়ির রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর।
এককথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিতরূপ লিখন
এককথায় প্রকাশ কর।
ক) মাটির তৈরি শিল্পকর্ম।
খ) পূর্বে ঘটেনি এমন।
গ) মাটি দিয়ে যারা পাত্র, পুতুল ইত্যাদি তৈরি করেন।
ঘ) রেখা দিয়ে আঁকা ছবি।
ঙ) কারিগরের কাজ বা পেশা।
উত্তর :ক) মৃৎশিল্প, খ) অপূর্ব, গ) কুমোর, ঘ) নকশা, ঙ) কারিগরি।
ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
বানাইতেছেন, পৌঁছাইতে, পাইলাম, চাহিয়া, কিনিলাম, বুঝাইয়া, কহিলেন, দেখিতেছ, শুকাইতে।
উত্তর :
সাধুরূপ চলিত রূপ
বানাইতেছেন - বানাচ্ছেন
পৌঁছাইতে - পৌঁছতে
পাইলাম - পেলাম
চাহিয়া - চেয়ে
কিনিলাম - কিনলাম
বুঝাইয়া - বুঝিয়ে
কহিলেন - বললেন
দেখিতেছ - দেখছ
শুকাইতে - শুকোতে
বিপরীত/সমার্থক শব্দ লিখন
নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।
খুশি, দেরি, ঘোলা, চকচকে, নরম, পরিষ্কার, পুরনো, প্রাচীন।
উত্তর :
মূলশব্দ - বিপরীত শব্দ
খুশি - অখুশি
দেরি - শীঘ্র
ঘোলা - স্বচ্ছ
চকচকে - বিবর্ণ
নরম - শক্ত
পরিষ্কার - অপরিষ্কার/নোংরা
পুরনো - নতুন
প্রাচীন - আধুনিক
নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।
ঘোড়া, চোখ, আনন্দ, হাতি, নিদর্শন।
উত্তর :
মূল শব্দ - সমার্থক শব্দ
ঘোড়া - অশ্ব, বাজী।
চোখ - নয়ন, লোচন।
আনন্দ - খুশি, আহ্লাদ।
হাতি - গজ, ঐরাবত।
নিদর্শন - উদাহরণ, চিহ্ন।
ফুটবল খেলোয়াড়
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
ক্ষত - শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান।
পটি - কাপড়ের লম্বা টুকরা। এটা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে, পট্টি।
মালিশ - যে ওষুধ চেপে-চেপে শরীরে লাগাতে হয়।
ড্রিবলিং - এটা ফুটবল খেলার একটি কৌশল। ইংরেজি উৎরননষব শব্দের অর্থ হলো পায়ে-পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া।
বজ্র - ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদু্যৎ প্রকাশ পাওয়া, বাজ।
কোলাহলকল - কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল আর 'কল' বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে একসঙ্গে গোল-গোল চিৎকার করলে বেশ ভালো শোনায় বলে 'কোলাহলকল' বলা হয়েছে।
মহাকলরব - কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসঙ্গে চেঁচামেচি, আওয়াজ। মহাকলরব অর্থ হয় ভীষণ চিৎকার, চেঁচামেচি।
শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
মালিশের মহাকলরব পটি
বজ্র ক্ষত
ক. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের রয়েছে।
খ. সন্ধ্যাবেলায় পায়ে হাতে বাঁধে সে।
গ. খেলায় জিতে দর্শকেরা করে ফিরে যাচ্ছে।
ঘ. টেবিলের উপর শিশিগুলো রাখা আছে।
ঙ. পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল।
উত্তর : ক. ক্ষত; খ. পটি; গ. মহাকলরব; ঘ. মালিশের; ঙ. বজ্র।
প্রশ্ন: প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
উত্তর : প্রভাত বেলায় ইমদাদ হক ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে গিয়েছে। তাই তার বিছানা শূন্য পড়ে আছে।
প্রশ্ন: টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?
উত্তর : ইমদাদ হক প্রতিদিন খেলতে গিয়ে অনেক আঘাত পায়। সারা রাত ক্ষতগুলোতে মালিশ লাগায়। বেদনায় কাতরায়। কবি ভাবেন ইমদাদ হক বুঝি ছয় মাসের জন্য পঙ্গু হয়ে গেল। কিন্তু সকাল বেলা গিয়ে দেখেন ইমদাদ হকের বিছানা খালি। মালিশের শিশিগুলো যেন তাকে অবাক হতে দেখে দাঁত বের করে হাসে।
প্রশ্ন: কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানান অভিমতের বর্ণনা নিজের ভাষায় বলি ও লিখি।
উত্তর : ইমদাদ হক ফুটবল খেলায় অত্যন্ত দক্ষ। সে বল নিয়ে সবার আগে ছুটে চলে। কখনো বাঁ পায়ে ড্রিবলিং করে। কখনো ডান পায়ে ঠেলা মারে বলকে। ইমদাদ হকের গোলেই তার দল জয় পায়। দর্শকেরা ইমদাদ হকের অসাধারণ খেলা দেখে উচ্ছ্বসিত হয়। তারা চিৎকার করে তাকে উৎসাহ দেয়। 'চালিয়ে যাও', 'আরো আগে যাও' 'মারো জোরে মারো', 'গোল গোল' ইত্যাদি বলে তারা আনন্দ প্রকাশ করে।
প্রশ্ন: খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি।
ক) ---------------------------------------
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ) টেবিলের পরে ছোট-বড় যত মালিশের শিশিগুলি,
--------------------------------------------
গ) গোল-গোল-গোল মোদের মেসের ইমদাদ হক কাজি,
---------------------------------------------
উত্তর :
ক) মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে
সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে।
খ) টেবিলের পরে ছোট-বড় যত মালিশের শিশিগুলি,
উপহাস যেন করিতেছে মোরে ছিপি-পরা দাঁত তুলি।
গ) গোল-গোল-গোল মোদের মেসের ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়