দশম শ্রেণির অর্থনীতি
প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
দ্বিতীয় অধ্যায়
২৩. তৃষ্ণার্ত ব্যক্তিকে এক চা-চামচ পরিমাণ পানি দিলে তার প্রান্তিক উপযোগ থেকে কী ধরনের পরিবর্তন ঘটবে?
ক. স্বাভাবিক থাকবে খ. বাড়বে
গ. শূন্য থাকবে ঘ. কমবে
সঠিক উত্তর : খ. বাড়বে
২৪. চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে কী পাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. চুনাপাথর খ. চীনামাটি
গ. সিলিকা বালি ঘ. গন্ধক
সঠিক উত্তর : ঘ. গন্ধক
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও।
হালিম সাহেব একজন ব্যবসায়ী। তার দুইটি কারখানা আছে। একটিতে পোশাক তৈরি হয় এবং অন্যটিতে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়। দুটি কারখানা থেকেই প্রচুর আয় হয়ে থাকে।
২৫. হালিম সাহেবের কারখানায় উৎপাদিত দ্রব্যগুলো কোন ধরনের দ্রব্য?
ক. অবাধলভ্য দ্রব্য
খ. অর্থনৈতিক দ্রব্য
গ. স্থায়ী ভোগ্য দ্রব্য
ঘ. অস্থায়ী দ্রব্য
সঠিক উত্তর : খ. অর্থনৈতিক দ্রব্য
২৬. কারখানায় উৎপাদিত দ্রব্য হলো-
র. বস্ত্র রর. বই ও কলম ররর. আসবাবপত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও ররর খ. ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও ররর
২৭. নিচের কোনটি উৎপাদক দ্রব্য?
ক. তরিতরকারি খ. বস্ত্র
গ. খাদ্য ঘ. কাঁচামাল
সঠিক উত্তর : ঘ. কাঁচামাল
২৮. কোন দুটি উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তি উৎপাদন সম্ভব হয়নি?
ক. খনিজ ও প্রাকৃতিক গ্যাসের উৎপাদন
খ. আণবিক ও সৌরশক্তির উৎপাদন
গ. খনিজ ও সৌরশক্তির উৎপাদন
\হঘ. পানি ও আণবিক শক্তির উৎপাদন
সঠিক উত্তর :খ. আণবিক ও সৌরশক্তির উৎপাদন
২৯. কোন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় কম হয়?
ক. অবাধ লভ্য দ্রব্য খ. অর্থনৈতিক দ্রব্য
গ. ভোগ্য দ্রব্য ঘ. সরকারি দ্রব্য
সঠিক উত্তর : খ. অর্থনৈতিক দ্রব্য
৩০. প্রতিভা কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক খ. উৎপাদিত
গ. মানবিক ঘ. ব্যক্তিগত
সঠিক উত্তর :গ. মানবিক
তৃতীয় অধ্যায়
১. উপযোগ কাকে বলে?
ক. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
খ. অভাব মেটানোর ক্ষমতাকে
গ. ভোগের তীব্রতাকে
ঘ. চাহিদার পরিমাণকে
সঠিক উত্তর : খ. অভাব মেটানোর ক্ষমতাকে
২. অর্থনীতিতে ভোগ কী?
ক. দ্রব্য ব্যবহারের মাধ্যমে তৃপ্তি লাভ
খ. দ্রব্য ব্যবহারের মাধ্যমে ধ্বংস করা
গ. দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা
ঘ. দ্রব্য ব্যবহারের মাধ্যমে পরিবর্তন করা
সঠিক উত্তর :গ. দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা
৩. দ্রব্য অতিরিক্ত ভোগের ফলে দ্রব্য থেকে ক্রমান্বয়ে কীরূপ উপযোগ আসে?
ক. উদ্ধৃত্ত উপযোগ খ. বেশি উপযোগ
গ. ঋণাত্মক উপযোগ ঘ. কম উপযোগ
সঠিক উত্তর : ঘ. কম উপযোগ
৪. চাহিদা বিধি কার্যকর হয় কখন?
ক. ভোক্তার আয় বাড়লে
খ. ভোক্তার সংখ্যা বাড়লে
গ. অভ্যাসের পরিবর্তন হলে
ঘ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে
সঠিক উত্তর :ঘ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে
৫. মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ কী হয়?
ক. শূন্য হয় খ. ঋণাত্মক হয়
গ. ধনাত্মক হয় ঘ. অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর :ক. শূন্য হয়
৬. কীসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা হয়?
ক. দ্রব্যের দাম খ. দ্রব্যের পরিমাণ
গ. দ্রব্যের দাম ও পরিমাণ ঘ. চাহিদা সূচি
সঠিক উত্তর :ঘ. চাহিদা সূচি
৭. অনেক সময় প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে। কারণ-
র. ভোক্তার রুচির পরিবর্তন
রর. ভোক্তার অভ্যাসের পরিবর্তন
ররর. দ্রব্যের একক অতি ক্ষুদ্র হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
৮. বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
ক. ব্যক্তিগত চাহিদা খ. সামাজিক চাহিদা
গ. বাজার চাহিদা
ঘ. জাতীয় চাহিদা
সঠিক উত্তর :গ. বাজার চাহিদা
৯. ভোক্তা কখন অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়?
ক. ভোক্তার রুচির পরিবর্তন হলে
খ. দ্রব্যের দাম কমলে
গ. দ্রব্যের উপযোগ কমলে
ঘ. দ্রব্যের দাম বাড়লে
সঠিক উত্তর :গ. দ্রব্যের উপযোগ কমলে
১০. নিচের কোনটি চাহিদা বিধির শর্ত বহির্ভূত?
ক. ক্রেতার আয়
খ. ক্রেতার রুচি
গ. ক্রেতার সংখ্যা
ঘ. জাঁকজমকপূর্ণ দ্রব্য
সঠিক উত্তর :ঘ. জাঁকজমকপূর্ণ দ্রব্য
১১. ভোগকালীন ভোক্তার আয় কীরূপ হলে প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে?
ক. কমলে খ. বাড়লে
গ. অপরির্বতিত থাকলে ঘ. সসীম হলে
সঠিক উত্তর :খ. বাড়লে
১২. আলিফ শপিংমল থেকে নিজের জন্য একটি জামা কেনায় তাকে ভোক্তা বলা হয়। কারণ-
র. জামাটির উপযোগ নিঃশেষ করবে
রর. জামাটি ভোগে অর্থ ব্যয় করেছে
ররর. জামাটি ক্রয়ের জন্য দরকষাকষি করেছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়