প্রশ্ন:ফ্যাট কিসে দ্রবণীয়?
উত্তর:ইথার ও ক্লোরোফর্ম।
প্রশ্ন:কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর:পারদ।
প্রশ:সূর্যকীরণের দ্বারা রোগের চিকিৎসাকে কী বলে?
উত্তর:হেলিওথেরাপি।
প্রশ্ন:পিট কয়লার বৈশিষ্ট্য কী?
উত্তর:ভেজা ও নরম।
প্রশ্ন:স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
উত্তর:পস্নবতা।
প্রশ্ন:স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর:নাইট্রিক এসিড।
প্রশ্ন:ক্কপ তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর:৩৩২ মিটার/সেকেন্ড।
প্রশ্ন:ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর:ব্যাপন প্রক্রিয়ায়।
প্রশ্ন:ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম কী?
উত্তর:পেরিস্কোপ।
প্রশ্ন:টুথপেস্টের প্রধান উপাদান কী কী?
উত্তর:সাবান ও পাউডার।
প্রশ্ন:সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ০ক্ক ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে কত?
উত্তর: ৩২ ফারেনহাইট।
প্রশ্ন:মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর:তামা।
প্রশ্ন:কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে?
উত্তর:কালো দেখায়।
প্রশ্ন:কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায়?
উত্তর:পাথরকুঁচি।
প্রশ্ন:সবচেয়ে হালকা ধাতু কী?
উত্তর:লিথিয়াম।
প্রশ্ন:সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর:পস্নাটিনাম।
প্রশ্ন:নাইট্রিক অ্যাসিডের একটি অণুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর:৫টি।
প্রশ্ন:কোন ধাতুর বিদু্যৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর:রুপা।
প্রশ্ন:হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর:৫টি।