পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
২) মুর্শিদাবাদ থেকে তাঁতিদের এদেশে আসার কারণ কী? ক) যুদ্ধ শুরু হওয়া খ) প্রতিকূল আবহাওয়া গ) ঠিকঠাক দাম না পাওয়া ঘ) সুতার দাম বেড়ে যাওয়া উত্তর : খ) প্রতিকূল আবহাওয়া ৩) মণিপুরীরা দীর্ঘদিন ধরে মূলত কেন তাঁতে কাপড় বুনে আসছেন? ক) ব্যবসার জন্য খ) নিজস্ব প্রয়োজন মেটাতে গ) বাঙালিদের প্রয়োজন মেটাতে ঘ) এটি তাঁদের আদি পেশা বলে উত্তর :খ) নিজস্ব প্রয়োজন মেটাতে ৪) 'সুনাম' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) কুনাম খ) দুর্নাম গ) কুখ্যাত ঘ) আনাম উত্তর : খ) দুর্নাম ৫) 'আদি বসাক সম্প্রদায়'- এখানে 'আদি' শব্দটি ব্যবহৃত হয়েছে- ক) নতুনত্ব বোঝাতে খ) প্রাচীনত্ব বোঝাতে গ) কর্মদক্ষতা বোঝাতে ঘ) বিশেষত্ব বোঝাতে উত্তর :খ) প্রাচীনত্ব বোঝাতে নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্ান পূরণ কর। শব্দ অর্থ যাযাবর যারা এক স্ানে বেশিদিন থাকে না বস্ত্র পরার কাপড় চাহিদা প্রয়োজন উৎপন্ন তৈরি হওয়া গোত্র বংশ কুন্ডলী গোলাকারে পঁ্যাচানো অবস্থা ক) কুকুরটি পাকিয়ে ঘুমিয়ে আছে। খ) দুঃখী লোকটির শীতের নেই। গ) বেদেরা ধরনের মানুষ। ঘ) আখ থেকে চিনি হয়। ঙ) দেশের মিটিয়ে চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়। উত্তর : ক) কুন্ডলী, খ) বস্ত্র, গ) যাযাবর, ঘ) উৎপন্ন, ঙ) চাহিদা। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক) মণিপুরীদের তাঁতশিল্পের চর্চা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। উত্তর : মণিপুরীরা দীর্ঘকাল ধরেই তাঁতশিল্পের চর্চা করে আসছেন। অতীতে মণিপুরীরা নিজেদের বস্ত্রের চাহিদা মেটাতে তাঁতে কাপড় বুনতেন। বর্তমানে মণিপুরীদের তাঁতে তৈরি নানা জিনিস বাঙালি সমাজেও জনপ্রিয়তা পেয়েছে। মণিপুরীদের তাঁতশিল্প অত্যন্ত প্রসিদ্ধ। মণিপুরীরা শাড়ি, ওড়না, তোয়ালে, গামছাসহ বিভিন্ন শৌখিন পোশাক-পরিচ্ছদ তৈরি করেন। খ) পাঁচটি বাক্যে বসাক সম্প্রদায়ের পরিচয় তুলে ধর। উত্তর : নিচে পাঁচটি বাক্যে বসাক সম্প্রদায়ের পরিচয় তুলে ধরা হলো- ১) বসাক সম্প্রদায়ের লোকজন তাঁতশিল্পের প্রাচীন ধারক ও বাহক। ২) এই সম্প্রদায়ের মানুষেরা সিন্ধু অববাহিকা থেকে মুর্শিদাবাদে এসে তাঁতের চর্চা শুরু করেছিলেন। ৩) কাজের সুবিধার্থে মুর্শিদাবাদ থেকে একসময় তাঁরা বাংলাদেশের রাজশাহী অঞ্চলে চলে আসেন। ৪) বারবার স্থান পরিবর্তনের কারণে তাঁদেরকে যাযাবর শ্রেণির লোক বলা যায়। ৫) তাঁদের তৈরি করা তাঁত শিল্পজাত পণ্যসামগ্রী খুবই উন্নত মানের হয়। গ) বসাক সম্প্রদায়কে যাযাবর শ্রেণির বলার কারণ তিনটি বাক্যে লেখো। তাঁতে তৈরি হয় এমন দুটি বস্ত্রের নাম লেখো। উত্তর : বসাক সম্প্রদায়ের মানুষেরা প্রথমে ছিলেন সিন্ধু অববাহিকা অঞ্চলে। সেখান থেকে তাঁরা প্রথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েন। বারবার এমন স্ান পরিবর্তনের কারণেই তাঁদেরকে যাযাবর শ্রেণির বলা হয়েছে। তাঁতে তৈরি হয় এমন দুটি বস্ত্রের নাম হলো- শাড়ি ও লুঙ্গি। ঘ) তাঁত কী? এর সাহায্যে কীভাবে কাপড় তৈরি করা হয়? উত্তর : যে যন্ত্রের সাহায্যে তুলা বা তুলা থেকে উৎপাদিত সুতার মাধ্যমে কাপড় বানানো যায় সে যন্ত্রকে তাঁত বলে। তাঁত যন্ত্রের সুতা কুন্ডলী আকারে টানটান করে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর নির্দিষ্ট সাজ অনুসারে সেলাই করে কাপড় তৈরি করা হয়। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। দ্ধ, স্ত, ন্ত্র, ল্প, শ্র, ন্দ ম্ব, শ্ব, ন্দ, ট্ট, ম্প্র, ষ্ক, জ্ঞ। উত্তর : দ্ধ = দ + ধ - বিশুদ্ধ - বিশুদ্ধ পানি পান করা উচিত। স্ত = স + ত - ব্যস্ত - বাবা কাজে ব্যস্ত। ন্ত্র = ন + ত + র-ফলা ( ্র) ুযন্ত্রণা - আমার পেটে যন্ত্রণা হচ্ছে। ল্প = ল + প - অল্প - সে অল্প খাবার খেল। শ্র = শ + র-ফলা ( ্র) - শ্রমিক - শ্রমিকরা মাটি কাটছে। ন্দ = ন + দ - মন্দ - মন্দ কাজ করব না। ম্ব = ম + ব - কম্বল - শীতের দিনে কম্বলে আরাম লাগে। শ্ব = শ + ব-ফলা ( ্ব ) - আশ্বিন - ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎকাল। ন্দ = ন + দ - বন্দর - চাঁদপুর নদীবন্দরের জন্য বিখ্যাত। ট্ট = ট + ট - হট্টগোল - ছাত্রছাত্রীরা ক্লাসে হট্টগোল করছে। ম্প্র = ম + প + র-ফলা ( ্র) - সম্প্রীতি - সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রয়োজন। ষ্ক = ষ + ক - শুষ্ক - শুষ্ক তোয়ালে দিয়ে মাথা মুছে নাও। জ্ঞ = জ + ঞ - অজ্ঞতা - অজ্ঞতার কারণে অনেক বিপদ হয়। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো। আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না মামার কাছে জানতে চাইলাম আমরা মামা বললেন আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে উত্তর : আজকাল কি পোড়ামাটির এই শিল্পচর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়