দ্বিতীয় অধ্যায়
৩. আন্তর্জাতিক সম্পদের অন্তর্ভুক্ত কোনটি?
ক. জনগণের দক্ষতা খ. মহাসড়ক
গ. পানি সম্পদ ঘ. মহাসাগর
সঠিক উত্তর : ঘ. মহাসাগর
৪. জনগণের দক্ষতা হচ্ছে-
ক. জাতীয় সম্পদ খ. ব্যক্তিগত সম্পদ
গ. সমষ্টিগত সম্পদ ঘ. আন্তর্জাতিক সম্পদ
সঠিক উত্তর : ক. জাতীয় সম্পদ
৫. বাহ্যিকতা কিসের বৈশিষ্ট্য?
ক. সম্পদের খ. উপযোগের
গ. অভাবের ঘ. ব্যক্তির
সঠিক উত্তর : ক. সম্পদের
৬. বাংলাদেশের চাষযোগ্য জমির পরিমাণ কত?
ক. ২ কোটি ১২ লাখ একর
খ. ২ কোটি ২২ লাখ একর
গ. ২ কোটি ২৪ লাখ একর
ঘ. ২ কোটি ২৮ লাখ একর
সঠিক উত্তর : খ. ২ কোটি ২২ লাখ একর
৭. সম্পদের বৈশিষ্ট্যগুলো হলো-
র. উপযোগ রর. অপ্রাচুর্যতা ররর. অত্যন্ত মূল্যবান হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র, রর ও ররর
গ. রর ও ররর ঘ. র ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৮. বাংলাদেশের জনশক্তির কতভাগ কৃষিতে নিয়োজিত?
ক. ৫০ খ. ৬০
গ. ৭০ ঘ. ৮০
সঠিক উত্তর : ক. ৫০
৯. বিনিয়োগের ভিত্তি কী?
ক. সঞ্চয় খ. বিনিয়োগ
গ. আয় ঘ. মুনাফা
সঠিক উত্তর : ক. সঞ্চয়
১০. বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : খ. ৩
১১. অর্থনীতিতে দ্রব্য হতে হলে থাকতে হবে-
র. উপযোগ
রর. যোগান সীমাবদ্ধতা
ররর. সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
১২. একটি দেশের মূল ভূখন্ডের কতভাগ বনাঞ্চল থাকা দরকার?
\হক. ১৫% খ. ২০%
\হগ. ২৫% ঘ. ৩০%
সঠিক উত্তর : গ. ২৫%
১৩. দিনাজপুর ও রংপুরের বনভূমির আয়তন কত?
ক. প্রায় ৩৯ বর্গ কিলোমিটার
খ. প্রায় ১৪০ বর্গ কিলোমিটার
গ. প্রায় ১০৪০ বর্গ কিলোমিটা
ঘ. প্রায় ১০৬৪ বর্গ কিলোমিটার
সঠিক উত্তর : ক. প্রায় ৩৯ বর্গ কিলোমিটার
১৪. সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. প্রায় ৬০১৭ খ. প্রায় ৬০৯১
গ. প্রায় ৬১১৯ ঘ. প্রায় ৬৭৯১
সঠিক উত্তর : ক. প্রায় ৬০১৭
১৫. বাংলাদেশের কোন কোন জেলাজুড়ে সুন্দরবন বিস্তৃত?
র. সাতক্ষীরা রর. বাগেরহাট ররর. বরগুণা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর
১৬. বাংলাদেশে খনিজ তেল পরিচালিত বিদু্যৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
ক. আশুগঞ্জ তাপবিদু্যৎ কেন্দ্র
খ. ভেড়ামারা তাপবিদু্যৎ কেন্দ্র
গ. চট্টগ্রাম তাপবিদু্যৎ কেন্দ্র
ঘ. সিদ্ধিরগঞ্জ তাপবিদু্যৎ কেন্দ্র
সঠিক উত্তর : খ. ভেড়ামারা তাপবিদু্যৎ কেন্দ্র
১৭. কোন দ্রব্যের যোগান চাহিদার তুলনায় কম হয়?
ক. অবাধ লভ্য খ. ভোগ্য
গ. অর্থনৈতিক ঘ. সরকারি দ্রব্য
সঠিক উত্তর :গ. অর্থনৈতিক
১৮. কঠিন শিলা ব্যবহৃত হয়-
র. সেনেটারি দ্রব্য তৈরিতে
রর. রাস্তা নির্মাণে
ররর. রেলপথ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর :গ. রর ও ররর
১৯. সিলিকা বালু ব্যবহৃত হয়-
র. কাচ তৈরিতে
রর. রং তৈরিতে
ররর. সিমেন্ট তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
২০. এক শিল্পোদ্যোক্তার একটি পোশাক তৈরির কারখানা আছে। বছরান্তে আরও ২০টি সেলাই মেশিন তার কারখানায় যুক্ত করল। এই ২০টি মেশিনকে কী বলা যায়?
ক. মূলধন খ. বিনিয়োগ
গ. সঞ্চয় ঘ. ভূমি
সঠিক উত্তর :খ. বিনিয়োগ
২১. বাসনপত্র, সেনেটারি দ্রব্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর খ. চীনামাটি
গ. সিলিকা বালি ঘ. গন্ধক
সঠিক উত্তর :খ. চীনামাটি
২২. বাংলাদেশর কোথায় কঠিনশিলা মজুত রয়েছে?
ক. বিজয়পুর খ. ভাঙ্গারহাট
গ. বড়পুকুরিয়া ঘ. রানীপুকুর
সঠিক উত্তর :ঘ. রানীপুকুর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়