শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?

উত্তর:পাকস্থলী।

প্রশ্ন:কোন জন্তুর চারটি পাকস্থলী আসে?

উত্তর:গরুর।

প্রশ্ন:কেচো কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উত্তর:ত্বকের

প্রশ্ন:মানুষের দাঁতের কঠিন অংশের নাম কী?

উত্তর:এনামেল।

প্রশ্ন:কোন অধাতু বিদু্যৎ অপরিবাহী?

উত্তর:গ্রাফাইট।

প্রশ্ন:কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?

উত্তর:লাইগেজ।

প্রশ্ন:কোন গ্রম্নপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে?

উত্তর:অই গ্রম্নপকে।

প্রশ্ন:কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়?

উত্তর:তামা।

প্রশ্ন:কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর:কালো।

প্রশ্ন:ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কী উৎসেচক থাকে?

উত্তর:লাইসোজম।

প্রশ্ন:কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?

উত্তর:বেটসন ( ১৯০৮ সালে।)

প্রশ্ন:কোন গ্রম্নপের রক্তকে সর্বজনীন দাতা বলে?

উত্তর:০ গ্রম্নপ।

প্রশ্ন:কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে?

উত্তর:পস্নাটিপাস।

প্রশ্ন:কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তর:শুশুক।

প্রশ্ন:কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হলো?

উত্তর:পরমাণুর প্রোটন সংখ্যা।

প্রশ্ন:কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়?

উত্তর:পিটুইটারি গ্রন্থি।

প্রশ্ন:কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রম্নত দিতে পারে?

উত্তর:পুরুষ।

প্রশ্ন:কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর:কঠিন মাধ্যমে।

প্রশ্ন:কোন প্রকার উৎসেচক রক্ত সঞ্চালনে সাহায্য করে?

উত্তর:থ্রম্বোকাইনেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে