কুবিতে শ্রেণি কার্যক্রম শুরু

প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কুমিলস্না বিশ্ববিদ্যালয় (কুবি) প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার থেকে শ্রেণি কার্যক্রমে ফিরছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী ২২ জুন সশরীরে একাডেমিক কার্যক্রমে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয় খুলেছে এবং যথারীতি ক্লাস শুরু হয়েছে। তবে গত ৯ জুন থেকে চালু হয়েছে প্রশাসনিক কার্যক্রম। উলেস্নখ্য, বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে শ্রেণি কার্যক্রম বর্জন করে আসছিল শিক্ষক সমিতি। সর্বশেষ গত ২১ জুন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডক্টর মাহমুদুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাসে ফেরার ঘোষণা দেওয়া হয়।