মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির অর্থনীতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ২৫ জুন ২০২৪, ০০:০০
দশম শ্রেণির অর্থনীতি

বাজার

১০. পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাকে কয়টি মূল পদ্ধতিতে বিভক্ত করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর : খ. ৩

১১. অর্থনীতির জনক কাকে বলা হয়?

ক. অ্যাডাম স্মিথ খ. স্যামুয়েলসন

গ. অ্যারিস্টটল ঘ. এল. রবিনস

সঠিক উত্তর : ক. অ্যাডাম স্মিথ

১২. 'অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে' এটি কার উক্তি?

ক. অ্যারিস্টটল খ. পেস্নটো

গ. অ্যাডাম স্মিথ ঘ. স্যামুয়েলসন

সঠিক উত্তর :গ. অ্যাডাম স্মিথ

১৩. অর্থনীতির বিষয় হিসেবে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

ক. অসীম অভাব খ. অধিক সম্পদ

গ. সম্পদের স্বল্পতা ঘ. অভাবের সীমাবদ্ধতা

সঠিক উত্তর : গ. সম্পদের স্বল্পতা

১৪. অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতির উদ্দেশ্য কী?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার খ. মানুষের কল্যাণ

গ. অভাব পূরণ করা ঘ. সম্পদ বণ্টন করা

সঠিক উত্তর : খ. মানুষের কল্যাণ

১৫. কোন অর্থনীতিবিদের মতে, 'অর্থনীতি মানবজীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে?

ক. অ্যারিস্টটল খ. পেস্নটো

গ. স্যামুয়েলসন ঘ. অধ্যাপক মার্শাল

সঠিক উত্তর : ঘ. অধ্যাপক মার্শাল

১৬. মানবজীবনের প্রধান অর্থনৈতিক সমস্যার মূল হলো-

ক. সম্পদের স্বল্পতা খ. খাদ্যের স্বল্পতা

গ. উৎপাদনের স্বল্পতা ঘ. অর্থের স্বল্পতা

সঠিক উত্তর : গ. উৎপাদনের স্বল্পতা

১৭. মানুষের অভাব মেটানোর জন্য কোনটির প্রয়োজন?

ক. অর্থের খ. সম্পদের

গ. খাদ্যের ঘ. আসবাবপত্রের

সঠিক উত্তর : খ. সম্পদের

১৮. মানুষের জীবনে কোনটির শেষ নেই?

ক. চাহিদার খ. অভাবের

গ. সম্পদের ঘ. জোগানের

সঠিক উত্তর : খ. অভাবের

১৯. ক্লাসিক্যাল অর্থনীতির সময়ে অর্থনীতির নাম কী ছিল?

ক. অর্থনীতি খ. সাধারণ অর্থবিদ্যা

গ. রাজনৈতিক অর্থনীতি ঘ. বৈজ্ঞানিক অর্থনীতি

সঠিক উত্তর : গ. রাজনৈতিক অর্থনীতি

২০. অর্থনীতিকে সম্পদের উৎপাদন ও বণ্টনের বিজ্ঞান বলে মনে করেন কারা?

ক. মার্শালা, স্যামুয়েলসন, রিকার্ডো

খ. স্মিথ, রিকার্ডো, মিল

গ. রবিন্স, স্মিথ, মার্শাল

ঘ. কেইন্স, স্যামুয়েলসন, স্মিথ

সঠিক উত্তর : খ. স্মিথ, রিকার্ডো, মিল

২১. অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন কে?

ক. অ্যারিস্টটল খ. অ্যাডাম স্মিথ

গ. মার্শাল ঘ. ক্রেয়ার্নক্রস

সঠিক উত্তর : খ. অ্যাডাম স্মিথ

২২. কে অর্থনীতিকে 'প্রাচুর্যের বিজ্ঞান' বলেছেন?

ক. অ্যাডাম স্মিথ খ. মার্শাল

গ. পেস্নটো ঘ. এল রবিনস

সঠিক উত্তর : ঘ. এল রবিনস

২৩. অর্থনীতির মৌলিক নীতিমালা কয়টি?

ক. ১০ খ. ১১

গ. ১২ ঘ. ১৫

সঠিক উত্তর : ক. ১০

২৪. ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৪৫,৭৪৩ মার্কিন ডলার (প্রায়)

খ. ৫০,৭০০ মার্কিন ডলার (প্রায়)

গ. ৫৬,১১৬ মার্কিন ডলার (প্রায়)

ঘ. ৬০,০৫৩ মার্কিন ডলার (প্রায়)

সঠিক উত্তর : গ. ৫৬,১১৬ মার্কিন ডলার (প্রায়)

২৫. মুদ্রা ছাপানোর ক্ষমতা কোন ব্যাংকের হাতে থাকে?

ক. সোনালী ব্যাংক খ. রূপালী ব্যাংক

গ. উত্তরা ব্যাংক ঘ. কেন্দ্রীয় ব্যাংক

সঠিক উত্তর : গ. উত্তরা ব্যাংক

২৬. মানুষ কোন পর্যায়ে চিন্তা করে?

ক. শুরুর খ. প্রান্তিক

গ. মধ্য ঘ. অন্ত

সঠিক উত্তর :

খ. প্রান্তিক

২৭. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কী?

ক. ব্যক্তির নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

খ. ক্রেতার নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

গ. বিক্রেতার নিজস্ব উদ্যোগে দাম নির্ধারণ

ঘ. ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ

সঠিক উত্তর : ঘ. ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ

২৮. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কী?

ক. মজুরি খ. প্রণোদনা

গ. আনন্দ ঘ. মূল্য

সঠিক উত্তর : খ. প্রণোদনা

২৯. ২০১৬ সালে জাপানের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৩৫,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

খ. ৩৮,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

গ. ৪০,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

ঘ. ৪২,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

সঠিক উত্তর : গ. ৪০,৭৬৩ মার্কিন ডলার (প্রায়)

৩০. কোনটি ঘটলে মুদ্রার মান বা মূল্য কমে যায়?

ক. মুদ্রা সংকোচন খ. মুদ্রাস্ফীতি

গ. মুদ্রার আস্থাহীনতা ঘ. মুদ্রার অবনমন

সঠিক উত্তর : খ. মুদ্রাস্ফীতি

দ্বিতীয় অধ্যায়

১. জাতীয় সম্পদের মালিক কে?

ক. সরকার খ. রাষ্ট্রপতি

গ. সমগ্র জাতি ঘ. প্রধানমন্ত্রী

সঠিক উত্তর : গ. সমগ্র জাতি

২. সমষ্টিগত সম্পদ কোনটি?

ক. যন্ত্রপাতি খ. বনভূমি

গ. সাগর ঘ. রাস্তাঘাট

সঠিক উত্তর : ঘ. রাস্তাঘাট

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে