রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির অর্থনীতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ
  ২২ জুন ২০২৪, ০০:০০
দশম শ্রেণির অর্থনীতি

উপযোগ ও উৎপাদন

১. মোট উৎপাদন কাকে বলে?

উত্তর : কোনো উৎপাদন ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে।

২. উৎপাদনের উপকরণ কয়টি?

উত্তর : উৎপাদনের উপকরণ চারটি।

৩. উৎপাদনের উপকরণ কাকে বলে?

উত্তর : কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তুগত ও অবস্তুগত সামগ্রীর প্রয়োজন পড়ে তাকে উৎপাদনের উপকরণ বলে।

৪. অর্থনীতির ভাষায় উৎপাদন কাকে বলে?

উত্তর : অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বস্তুর নতুন উপযোগ সৃষ্টি বা উপযোগ বাড়ানোকে বোঝায়।

৫. উপযোগ কী?

উত্তর : অর্থনীতিতে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে।

৬. উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কয় প্রকার?

উত্তর : উপযোগ সৃষ্টির প্রক্রিয়া পাঁচ প্রকার।

৭. প্রান্তিক উৎপাদন কী?

উত্তর : উৎপাদনের ক্ষেত্রে কোনো উপকরণের অতিরিক্ত এক একক নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু বাড়ে তাই প্রান্তিক উৎপাদন।

৮. গড় উৎপাদন কী?

উত্তর : মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।

৯. উৎপাদন ব্যয় কী?

উত্তর : কোনো দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী যে অর্থ ব্যয় করে তাই উৎপাদন ব্যয়।

১০. ক্রমহ্র্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী?

উত্তর : কোনো উৎপাদন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন তথা উপকরণ ব্যয় বদ্ধি করা হলে মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে উৎপাদন বৃদ্ধির ওই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

১১. প্রকাশ্য ব্যয় কী?

উত্তর : কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে।

১২. অ-প্রকাশ্য ব্যয় কী?

উত্তর : উৎপাদন ক্ষেত্রে উদ্যোক্তার নিজের পরিশ্রমের মজুরি, নিজস্ব সম্পদ ব্যবহারের জন্য অনুমতি খরচ ইত্যাদিকে একত্রে অ-প্রকাশ্য ব্যয় বলে।

১৩. ব্যবসায়ের ভিত্তি কী?

উত্তর : ব্যবসায়ের ভিত্তি হচ্ছে সংগঠন।

১৪. আর্থিক উৎপাদন ব্যয় কী?

উত্তর : নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে উৎপাদককে উপকরণের জন্য যে অর্থ ব্যয় করতে হয়, তাকে আর্থিক উৎপাদন ব্যয় বলে।

১৫. প্রকৃত উৎপাদন ব্যয় কী?

উত্তর : যে ব্যয়কে অঙ্কে পরিমাপ করা যায় না এবং যা একটি মানবিক ধারণা তাই হলো প্রকৃত উৎপাদন ব্যয়।

১৬. উৎপাদনের একটি মৌলিক উপাদানের নাম লেখ।

উত্তর : উৎপাদনের একটি মৌলিক উপাদানের নাম হলো ভূমি।

১৭. ভূমি কী?

উত্তর : ভূপৃষ্ঠসহ প্রকৃতির যেসব অবাধ দান উৎপাদনের কাজে লাগে তাই একত্রে ভূমি হিসেবে পরিচিত।

১৮. সংগঠন কাকে বলে?

উত্তর : কোনো কিছু উৎপাদনের জন্য ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত ও সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে।

১৯. ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন কে?

উত্তর : ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন সংগঠক।

২০. উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের কাজ করে তাকে কী বলে?

উত্তর : উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি সংগঠনের কাজ করে তাকে উদ্যোক্তা বলে।

বাজার

১. দলীয় ভারসাম্য লক্ষ্য করা যায় কোন বাজারে?

উত্তর : দলীয় ভারসাম্য লক্ষ্য করা যায় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে।

২. কোন ধরনের বাজারে দ্রব্যের দাম, জোগানের চেয়ে চাহিদা দ্বারাই বেশি প্রভাবিত হয়?

উত্তর : স্বল্পকালীন বাজারে দ্রব্যের দাম, জোগানের চেয়ে চাহিদা দ্বারাই বেশি প্রভাবিত হয়।

৩. কোন বাজারে দ্রব্যের চাহিদার সাথে জোগানের সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায়?

উত্তর : দীর্ঘকালীন বাজারে দ্রব্যের চাহিদার সাথে জোগানের সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায়।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে