প্রশ্ন: কে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন?
উত্তর: গ্যালিলিও।
প্রশ্ন: আপেলে কোন এসিড থাকে?
উত্তর: সালিক এসিড।
প্রশ্ন: শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে?
উত্তর: বায়বীয় মাধ্যমে।
প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রেরিত নভোযানটির নাম কী?
উত্তর: ভাইকিং।
প্রশ্ন: মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
উত্তর: মেলানিন।
প্রশ্ন: আঙ্গুরে কোন এসিড থাকে?
উত্তর: টারটারিক এসিড।
প্রশ্ন: কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উত্তর: ইনসুলিন।
প্রশ্ন: আয়নার পেছনে কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তর: সিলভারের।
প্রশ্ন: এসিড আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৯৮১ সালে।
প্রশ্ন: এসিড নীল লিটমাস পেপারকে কী করে?
উত্তর: লাল করে।
প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে?
উত্তর: পেপসিন।
প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
উত্তর: পস্নীহা।
প্রশ্ন: 'হাইগ্রোমিটারে' কি পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুর আপেক্ষিক আর্দ্রতা।
প্রশ্ন: "এক্স-রে রশ্মি" কে আবিষ্কার করেন?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন।