বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে। এর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বরাদ্দ দেওয়া হয়েছে ১১৮ কোটি ৫০ লাখ টাকা। যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান ১৫ জুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে আমাদের মোট বাজেট ১২৮ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্জিত রাজস্ব ৯ কোটি ৭০ লাখ টাকা এবং ইউজিসি গ্রান্ট ১১৮ কোটি ৫০ লাখ টাকা। এছাড়াও গবেষণা খাতে ২০২৪-২৫ অর্থবছরে আমাদের বাজেট রয়েছে ৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ১০৭ কোটি ৪৩ লাখ টাকা। গত বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টির বরাদ্দ ১১ কোটি ৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি বরাদ্দের হার ৯৩.৬৫%। ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডক্টর মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৬৭তম পূর্ণ কমিশন সভায় ১২ জুন এ বাজেট অনুমোদিত হয়।