অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারাসমূহ
১০. দ্রব্য বলতে কি বোঝ?
উত্তর : অর্থনীতিতে যে জিনিসের উপযোগ আছে তাই দ্রব্য। অর্থনীতিতে এসব দ্রব্যকে আবার অবাধলভ্য দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য; ভোগ্য দ্রব্য; মধ্যবর্তী দ্রব্য; চূড়ান্ত দ্রব্য; মূলধনী দ্রব্য প্রভৃতি বৈশিষ্ট্যে ভাগ করা হয়।
১১. সুযোগ ব্যয় কী?
উত্তর : অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা 'সুযোগ ব্যয়'। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়- এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির 'সুযোগ ব্যয়' (ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু ঈড়ংঃ)।
১২. আয় কী?
উত্তর: উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে।
১৩. মজুরি কী?
উত্তর :শ্রমের জন্য প্রাপ্ত আয়কে মজুরি বলে।
১৪. সঞ্চয় কী?
উত্তর :মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়।
১৫. বিনিয়োগ কী?
উত্তর : মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানো কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে।
১৬. অর্থনৈতিক কার্যাবলি কী?
উত্তর : মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা।
১৭. শক্তি সম্পদ বলতে কী বোঝায়?
উত্তর : যেসব সম্পদ থেকে বিদু্যৎ ও তাপ উৎপাদিত হয় সেগুলোকে শক্তি সম্পদ বলে। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, আণবিক শক্তি, সৌরশক্তি এবং বিভিন্ন প্রকার জ্বালানিসামগ্রী হলো শক্তি সম্পদের উৎস। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষির আধুনিকীকরণ, শিল্পোন্নয়ন, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খনিজসম্পদ উত্তোলন ইত্যাদি ক্ষেত্রে শক্তি সম্পদের গুরুত্ব অপরিসীম।
১৮. ব্যক্তিগত সঞ্চয় কিসের ওপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।
উত্তর : ব্যক্তিগত সঞ্চয় বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল। এগুলো হলো- আয়ের পরিমাণ, পারিবারিক দায়িত্ববোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা, সুদের হার এবং বিনিয়োগ সুযোগ-সুবিধার ওপর। এ ছাড়া ব্যক্তি তার পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নিরাপত্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা ইত্যাদি কারণে আয় কম হলেও কিছু কিছু সঞ্চয়ের চেষ্টা করে।
১৯. প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায়?
উত্তর : প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- ভূমি, বনভূমি, খনিজসম্পদ, নদনদী ইত্যাদি। এ সম্পদগুলো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
২০. জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে?
উত্তর : জাতীয় আয়ের কত ভাগ কৃষি থেকে আসে।
উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
১। উপযোগ বলতে কী বোঝায়?
উত্তর : উপযোগ বলতে কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়।
২। অর্থনীতিতে ভোগ বলতে কী বোঝায়?
উত্তর : অর্থনীতিতে ভোগ বলতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ হওয়াকে বোঝায়।
৩। ভোক্তা কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি ভোগ করে তাকে ভোক্তা বলে।
৪। মোট উপযোগ কাকে বলে?
উত্তর : কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে।
৫। প্রান্তিক উপযোগ কাকে বলে?
উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায়, তাকে প্রান্তিক উপযোগ বলে।
৬। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে?
উত্তর : ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।
৭। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটি শর্ত লেখো।
উত্তর : ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটি শর্ত হচ্ছে ভোক্তা হবে স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন।
৮। অর্থনীতিতে চাহিদা হতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয়?
উত্তর : অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয়।
৯। চাহিদার একটি শর্ত লেখো।
উত্তর : চাহিদার একটি শর্ত হচ্ছে ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য।
১০। চাহিদা কী?
উত্তর : ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও নির্দিষ্ট দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।
১১। যোগান কাকে বলে?
উত্তর : একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক ও সমর্থ থাকে, তাকে যোগান বলে।
১২। ভারসাম্য দাম কাকে বলে?
উত্তর : যে দামে দ্রব্যের চাহিদা ও যোগান সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে।