জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:কে রেডিয়াম আবিষ্কার করেন? উত্তর:মাদাম কুরি। প্রশ্ন:কে পস্নবতা সূত্র আবিষ্কার করেন? উত্তর:আর্কিমিডিস। প্রশ্ন:পরমাণু ভেঙে প্রচন্ড শক্তি সৃষ্টি করাকে কী বলে? উত্তর:ফিউশন বিক্রিয়া। প্রশ্ন:নিউটনের বিখ্যাত বইটির নাম কী? উত্তর:'ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা'। প্রশ্ন:মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলা হয়? উত্তর:মহাকর্ষ বল। প্রশ্ন:পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলা হয়? উত্তর:অভিকর্ষ বল। প্রশ্ন:পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তর:১১.২ কি.মি./সে.। প্রশ্ন:মঙ্গল গ্রহের মুক্তি বেগ কত? উত্তর:৫.১ কি.মি./সে.। প্রশ্ন:টানা তারের সূত্র কয়টি? উত্তর:তিনটি। প্রশ্ন:শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? উত্তর:শূন্য। প্রশ্ন:স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রম্নতি কত? উত্তর:৩৩২ মি./সে.। প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রম্নতি কত? উত্তর:১৪৫০ মি./সে.। প্রশ্ন:স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রম্নতি কত? উত্তর:৫২২১ মি./সে.। প্রশ্ন:পৃথিবী তৈরির প্রধান উপাদান কী? উত্তর:অ্যালুমিনিয়াম। প্রশ্ন:আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে? উত্তর:অক্সিজেন ও গস্নুকোজ। প্রশ্ন:আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন? উত্তর:মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে। প্রশ্ন:কচুশাক বিশেষভাবে মূল্যবান কী উপাদানের জন্য? উত্তর:লৌহ। প্রশ্ন:কার্বুরেটর থাকে কোন ইঞ্জিনে? উত্তর:পেট্রোল ইঞ্জিনে। প্রশ্ন:ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী? উত্তর:ডলি। প্রশ্ন:বৈদু্যতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর: টাংস্টেন।