পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
স্বদেশ ঘ) 'সব মিলে এক ছবি' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর : বাংলাদেশ ছবির মতো সুন্দর একটি দেশ- এ বিষয়টি বোঝাতেই কথাটি বলা হয়েছে। সবুজ গাছপালা, নদী-নালা, পাহাড়, সমুদ্র সবকিছুর সৌন্দর্য নিয়ে আমাদের এই দেশ। একেক ঋতুতে এ দেশের প্রকৃতির চেহারা হয় একেক রকমের। এ দেশে রয়েছে নানা ধরনের মানুষের বসতি। সবকিছু মিলে গোটা দেশটাই যেন হাজার রঙে আঁকা মন ভোলানো এক ছবি। ৫. নিচের কথাগুলো বুঝে নিই। ক) এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। উত্তর : বাংলাদেশ চির সবুজের দেশ। সোনালি আঁশের দেশ। শস্য-শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত। গাছে গাছে পাখি। এঁকেবেঁকে চলেছে অসংখ্য নদী। এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর। সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রংতুলি দিয়ে এ প্রকৃতিরই ছবি আঁকেন। কখনো কখনো তা বিক্রি হয়। অনেকে কিনে নেন। কিন্তু শান্ত-শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা-পয়সা দিয়ে কেনা যায় না। খ) মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ। উত্তর : সুজলা-সুফলা শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। মাঠে মাঠে ফসলের ক্ষেত। বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে। মনে হয়, নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ। গ্রাম মাঠের সাথে মিশে যায়। মনে হয় সবকিছু মাঠের উপাদান। মাঠের পর মাঠ চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না। গ) 'এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, উত্তর : নদী, নালা, পাহাড়, সমুদ্র সব মিলে এ দেশ একটি ছবির মতন। এর এক এক ঋতুর চেহারা এক এক রকম। সব সুন্দর। বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা। প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়। যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়। এ দেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরেন। সঠিক উত্তরটি খাতায় লিখি। ক. নদীর তীরে সারি সারি কী রাখা ছিল? ১. জেলেদের জাল ২. গাছের গুঁড়ি ৩. খড়ের গাদা ৪. নৌকা উত্তর :৪. নৌকা খ. ছেলেটির সারাদিন কীভাবে কাটে? ১. খেলাধুলা করে ২. মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে ৩. পড়াশোনা করে ৪. বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে উত্তর :২. মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে গ. 'স্বদেশ' কবিতায় ছেলেটি কীভাবে তার ছবি আঁকে? ১. রংতুলি দিয়ে ২. রংতুলি ছাড়া ৩. নিজের মনের মধ্যে ৪. মা-বাবার সহযোগিতা নিয়ে উত্তর : ৩. নিজের মনের মধ্যে ঘ. 'স্বদেশ' কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? ১. বাংলাদেশের শহরের মানুষের ছবি ২. নদীর পাড়ের জেলেদের ছবি ৩. বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি ৪. বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি? উত্তর : ৪. বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি ঙ. 'এই ছেলেটির মুখ সারাদেশের সব ছেলের মুখেতে টুকটুক'- কথাটি কী অর্থে বোঝানো হয়েছে? ১. ছেলেটির মুখের রং ২. ছেলেটির মুখের গড়ন ৩. ছেলেটির মুখের প্রতিচ্ছবি ৪. ছেলেটির মুখের কথা উত্তর :৩. ছেলেটির মুখের প্রতিচ্ছবি প্রশ্নের উত্তর: ১। ছেলেটি কোথায় বসে কীভাবে ছবি আঁকছে? উত্তর : ছেলেটি নদীর ধারে একলা বসে মনে মনে ছবি আঁকছে। ২। জারুল গাছে থাকা পাখি দুটি কোন রঙের? উত্তর : জারুল গাছে থাকা পাখি দুটি হলুদ রঙের। ৩। 'কে তুমি ভাই'- জিজ্ঞেস করলে ছেলেটি কী জবাব দেয়? উত্তর : 'কে তুমি ভাই'- জিজ্ঞেস করলে ছেলেটি হেসে জবাব দেয়জ্জ'ভালোবাসার শিল্পী আমি'। ৪। বাংলাদেশকে ছবির মতো দেশ বলা হয়েছে কেন? উত্তর : বাংলাদেশে আছে নদী, পাহাড়, সাগরসহ প্রকৃতির বিভিন্ন উপাদান। সবুজ ফসলের ক্ষেত, ছায়াঘেরা গ্রাম, গাছে গাছে পাখি- সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি অতুলনীয়। যেন শিল্পীর হাতে আঁকা ছবি। ছবির নানা রঙের মতোই নানা ঋতুতে এ দেশের প্রকৃতিরও রং বদলায়। এ কারণেই বাংলাদেশকে ছবির মতো দেশ বলা হয়েছে। ৫। ছেলেটির মনে দেশের জন্য মমতা ও ভালোবাসার অনুভূতি তৈরি হচ্ছে কীভাবে? উত্তর : ছেলেটি বসে বসে প্রাণভরে স্বদেশের সৌন্দর্য দেখছে। নদীর জোয়ার, নদীতীরে বেঁধে রাখা নৌকা, গাছে গাছে পাখির কলতান- এ সবই তার মনে দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে। ৬। ফসলের মাঠে ঢেউ খেলে গেলে কী মনে হয়? উত্তর : ফসলের মাঠে ঢেউ খেলে গেলে মনে হয় যেন সারা মাঠে নদীর ঢেউ ছড়িয়ে পড়েছে। ৭। গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা? উত্তর : বাংলাদেশের সর্বত্রই নদী দেখা যায়। গ্রামবাংলার নদী, নদীর জোয়ার, ঘাটে বাঁধা সারি সারি নৌকা- এই সব মিলে যে ছবি সেটি আমাদের চেনা। ৮। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? উত্তর : বাংলাদেশের ছবির মতো সৌন্দর্য টাকা দিয়ে কেনা যায় না। বাংলাদেশ শস্য-শ্যামল চির সবুজের দেশ। এ দেশে আছে নদী, পাহাড়, সাগরের অপূর্ব সমাহার। গাছে গাছে পাখির কলতান। শান্ত-শ্যামল বাংলাদেশের এই ছবি টাকা-পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। ৯। 'স্বদেশ' কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়? উত্তর : বাংলাদেশের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা দেখে ছেলেটির সারাটা দিন কাটে। এ দেশে রয়েছে শস্য-শ্যামল মাঠের পর মাঠ। মাঠে মাঠে মানুষ কাজ করে। হাটের মানুষ হাটে যায়। এসব দেখেই ছেলেটির সারাদিন কেটে যায়। ১০। 'সব মিলে এক ছবি' বলতে কী বোঝানো হয়েছে? উত্তর : বাংলাদেশ ছবির মতো সুন্দর একটি দেশ- এ বিষয়টি বোঝাতেই কথাটি বলা হয়েছে। সবুজ গাছপালা, নদী-নালা, পাহাড়, সমুদ্র সবকিছুর সৌন্দর্য নিয়ে আমাদের এই দেশ। একেক ঋতুতে এ দেশের প্রকৃতির চেহারা হয় একেক রকমের। এ দেশে রয়েছে নানা ধরনের মানুষের বসতি। সবকিছু মিলে গোটা দেশটাই যেন হাজার রঙে আঁকা মন ভোলানো এক ছবি। ১১। কিসের শেষ দেখা যাচ্ছে না? উত্তর : মাঠের পর কেবলই মাঠের দেখা পাওয়া যাচ্ছে, এর শেষ দেখা যাচ্ছে না। ১২। ছেলেটি কখন ছবি আঁকে? ছেলেটি মনে মনে কিসের ছবি আঁকে? উত্তর : ছেলেটি যখন ইচ্ছে হয় তখনই ছবি আঁকে। ছেলেটি মনে মনে বাংলাদেশের প্রকৃতির একটি অপরূপ ছবি আঁকে। ১৩। 'এমনি পাওয়া এই ছবিটি/কড়িতে নয় কেনা।'- কথাটি বুঝিয়ে লেখো। উত্তর : বাংলাদেশের প্রকৃতি অত্যন্ত নজরকাড়া। যেন শিল্পীর রং-তুলিতে আঁকা। বাংলাদেশের প্রকৃতির এই ছবি টাকা-পয়সা দিয়ে কেনা সম্ভব নয়- এ কথাটিই এখানে বলা হয়েছে।