বুটেক্সে সেমিনার

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুদ্ধাচার চর্চা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১১ জুন অনুষ্ঠিত সেমিনারের পাশাপাশি শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. পারভেজ হাসান, বুটেক্সের রেজিস্ট্রার কাবেরী মজুমদার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বুটেক্স সাংবাদিক সমিতির সাংবাদিকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মোট তিন ক্যাটাগরি হতে একজন করে মোট তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন, সহকারী টেকনিক্যাল অফিসার মো. আইয়ুব আলী ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস সহায়ক মো. জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শুদ্ধাচারের বিভিন্ন দিক ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাতের পাশাপাশি শুদ্ধাচার মেনে জীবন পরিচালনার গুরুত্বারোপ করেন।