শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. শাহিনুর রহমান, প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ, যশোর
  ১৬ জুন ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চতুর্থ অধ্যায়

১. ঐঞগখ-এর উদ্ভাবক হলেন?

ক. টিম বার্নাস লি খ. স্টিভ জবস

গ. মার্ক জুকারবার্গ ঘ. বিল গেটস

উত্তর : ক. টিম বার্নাস লি

২. ঐঞগখ-এর প্রাথমিক রূপ লাভ করে কত সালে?

ক. ১৯৭০ খ. ১৯৮০

গ. ১৯৯৪ ঘ. ১৯৯৫

উত্তর :খ. ১৯৮০

৩. ওয়েব পেজ নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয় কত সালে?

ক. ১৯৮১ খ. ১৯৮৯

গ. ১৯৯৪ ঘ. ১৯৯৫

উত্তর :খ. ১৯৮৯

৪. প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?

ক. ১৮৮৯ খ. ১৯৯০

গ. ১৯৯১ ঘ. ১৯৯২

উত্তর :গ. ১৯৯১

৫. ঈঊজঘ কোথায় অবস্থিত?

ক. সুইজারল্যান্ড খ. আমেরিকায়

গ. লন্ডনে ঘ. রাশিয়ায়

উত্তর :ক. সুইজারল্যান্ড

৬. গেস্নাবাল হাইপারটেক্সট প্রজেক্টের প্রস্তাবনা দেন-

ক. ঈযধৎষবং ইধননবং খ. ঞরস ইবৎহবৎং খবব

গ. গধৎশ অহফৎরংড়হ ঘ. ইরষ এধঃবং

উত্তর :খ. ঞরস ইবৎহবৎং খবব

৭. টিম বার্নাস লি-র সাথে সম্পর্কযুক্ত-

র. িিি ও গঞ এর অধ্যাপক

রর. এড়ড়মষব এর জনক ও তড়িৎ প্রকৌশল

ররর. ঐঞগখ ও জেনেভার সার্ন

নিচের কোনটি সঠিক?

ক.র ও রর খ.র ও ররর

গ.রর ও ররর ঘ. র,রর ও ররর

উত্তর : খ.র ও ররর

৮. স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি?

ক. ওয়েভ পেইজগুলোকে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে

খ. ব্রাউজারে দ্রম্নত লোড হয়

গ. ডেটাবেজ ব্যবহার করা যায়

ঘ. ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে

উত্তর : খ. ব্রাউজারে দ্রম্নত লোড হয়

৯. মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?

ক. অঝচ খ. চঐচ

গ. ঔঅঠঅ ঘ. ঐঞগখ

উত্তর :ঘ. ঐঞগখ

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও

তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।

১০. তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?

ক. ডায়নামিক ওয়েব পেইজ খ. স্ট্যাটিক ওয়েব পেইজ

গ. লোকাল ওয়েব পেইজ ঘ. রিমোট ওয়েব পেইজ

উত্তর :খ. স্ট্যাটিক ওয়েব পেইজ

১১. ওয়েব পেইজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো-

র. অঝচ রর. চঐচ ররর. ঔঝচ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১২. ওয়েব পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

ক. চণঞঐঙঘ খ. ঐঞগখ

গ. ঈঙইঙখ ঘ. ঋঙজঞজঅঘ

উত্তর :খ. ঐঞগখ

১৩. বাংলা সার্চ ইঞ্জিন-

ক. পিপীলিকা খ. ইয়াহু

গ. গুগল ঘ. গুগল পস্নাস

উত্তর : ক. পিপীলিকা

১৪. এড়ড়মষব.পড়স কী?

ক. ঊহমরহব খ. ঝবধৎপয ঊহমরহব

গ. চৎড়ঃড়পড়ষ ঘ. ওচ অফফৎবংং

উত্তর :খ. ঝবধৎপয ঊহমরহব

১৫. ওয়েব ব্রাউজার হলো-

র. গুগল ক্রোম রর.সাফারি ররর.ইউটিউব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ক. র ও রর

১৬. কোনটি ওয়েব ব্রাউজার?

ক. ফায়ারফক্স খ. মাইক্রোসফট আউটলুক

গ. ইয়াহু ম্যাসেঞ্জার ঘ. গুগল ড্রপ বক্স

উত্তর : ক. ফায়ারফক্স

১৭. ওঝচ-এর পূর্ণনাম কী?

ক. ওহঃবৎহবঃ ঝঁঢ়বৎ চড়বিৎ

খ. ওহঃবৎহবঃ ঝবৎাবৎ চৎড়ারফবৎ

গ. ওহঃবৎহবঃ ঝবৎাবৎ চৎড়মধসসব

ঘ. ওহঃবৎহবঃ ঝবৎারপব চৎড়ারফবৎ

উত্তর :ঘ. ওহঃবৎহবঃ ঝবৎারপব চৎড়ারফবৎ

১৮. ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে?

ক.ওয়েব ব্রাউজিং খ.ওয়েবসাইট

গ. ব্রাউজিং নেট ঘ. ওয়েব

উত্তর :ক. ওয়েব ব্রাউজিং

১৯. প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?

ক. ঋঞচ খ. ঐঃঃঢ়ং

গ. ঞঈচ ঘ. ঐঞগখ

উত্তর :খ. ঐঃঃঢ়ং

২০. ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?

ক. টজখ খ. ঐঞঞচ

গ. ঐঞগখ ঘ. ডডড

উত্তর :ক. টজখ

২১. টজখ হলো ওয়েবপেইজের-

ক. লিংক খ. এড্রেস

গ. হোম পেজে ঘ. সার্ভার

উত্তর : খ. এড্রেস

২২. ওয়েব পেইজ ডিজাইন কোনটি?

ক.ওয়েবসার্ভারে তথ্য রাখা

খ. ঐঞগখ ডকুমেন্ট তৈরি

গ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক

ঘ. ডোমেইন রেজিস্ট্রেশন

উত্তর :খ. ঐঞগখ ডকুমেন্ট তৈরি

২৩. ডোমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?

ক. ঐড়ংঃ হধসব খ. টজখ

গ. যঃসষ ঘ. যঃঃঢ়ং

উত্তর :খ. টজখ

২৪. টজখ এর অংশগুলো হলো-

র. প্রটোকল নেম

রর. হোস্ট নেম

ররর. ডাইরেক্টরি নেম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র,রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

২৫. হোম পেইজ দেখার জন্য আবশ্যক-

র. ওয়েব ব্রাউজার

রর. সার্চ ইঞ্জিস

ররর. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

২৬. ঐুঢ়বৎ ঞবীঃ গধৎশঁঢ় খধহমঁধমব-এর সাহায্যে কী তৈরি করা যায়?

ক. টজখ খ. যঃঃঢ়

গ. ঞঈচ/ওচ ঘ. ডবন চধমব

উত্তর :ঘ. ডবন চধমব

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে