সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আলফ্রেড নোবেল
প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই? উত্তর: সোডিয়াম। প্রশ্ন: ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তর: স্থিতি শক্তি। প্রশ্ন: জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? উত্তর: অতি বেগুণী রশ্মি। প্রশ্ন: পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়িনা কেন? উত্তর: কারণ মধ্যাকর্ষণ শক্তির জন্য। প্রশ্ন: পদার্থের ক্ষুদ্রতমা কণাকে কী বলে? উত্তর: অণু। প্রশ্ন: গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? উত্তর: তিনটি। প্রশ্ন: জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কিবলে? উত্তর: অনুপ্রস্থ তরঙ্গ। প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? উত্তর: ট্যাকোমিটার। প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী? উত্তর: সিসমোগ্রাফ। প্রশ্ন: রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? উত্তর: গামা রশ্মি। প্রশ্ন: সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কী? উত্তর: ফ্যাদোমিটার। প্রশ্ন: আমলকীতে কোন এসিড থাকে? উত্তর: অক্সালিক এসিড। প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী? উত্তর: সাবান ও পাউডার। প্রশ্ন: প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী? উত্তর: উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। প্রশ্ন: আকাশ নীল দেখায় কেন? উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। প্রশ্ন: লোহার ওপর দস্তার প্রলেপ দেয়াকে কী বলে? উত্তর: গ্যালভানাইজিং। প্রশ্ন: বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? উত্তর: টাংস্টেন দিয়ে। প্রশ্ন: কে ডিনামাইট আবিষ্কার করেন? উত্তর: আলফ্রেড নোবেল।