দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র
প্রকাশ | ১৫ জুন ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ণত্ব ও ষত্ব বিধান
২৭. মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে?
ক. সাৎ খ. ন্যায়
গ. ন্যাৎ ঘ. স্যাম
সঠিক উত্তর : ক. সাৎ
২৮. কোনগুলো ষত্ব বিধানের উদাহরণ?
ক. পোশাক, মাস্টার খ. করিস, দেশি
গ. ঋষি, বিষম ঘ. আষাঢ়, নেশা
সঠিক উত্তর : গ. ঋষি, বিষম
২৯. কোন ধ্বনিগুলোর পরের ন মূর্ধন্য ণ হয়?
ক. ক, খ, গ খ. য়, র, ল
গ. শ, ষ,স ঘ. ঋ, র, ষ
সঠিক উত্তর : ঘ. ঋ, র, ষ
৩০. খাঁটি বাংলা শব্দে কোনটি যুক্ত হয়?
ক. ষ খ. শ
গ. ণ ঘ. ন/স
সঠিক উত্তর : ঘ. ন/স
৩১. খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই?
ক. ন, স খ. ণ, ষ
গ. ঙ, ঞ ঘ. ঋ, র
সঠিক উত্তর : খ. ণ, ষ
৩২. কোন শব্দে মূর্ধন্য ণ ও মূর্ধন্য ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?
ক. তৎসম শব্দে খ. তদ্ভব শব্দে
গ. দেশি শব্দে ঘ. বিদেশি শব্দে
সঠিক উত্তর : ক. তৎসম শব্দে
৩৩. ঋ-কার ও র-কার এর পরে কোনটি হয়?
ক. শ খ. স
গ. ণ ঘ. ন
সঠিক উত্তর : গ. ণ
৩৪. কোন জাতীয় শব্দে ষ-এর ব্যবহার হয় না?
ক. তৎসম খ. অর্ধ-তৎসম
গ. বিদেশি ঘ. সংস্কৃত
সঠিক উত্তর : গ. বিদেশি
৩৫. ত-বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয়?
ক. ণ খ. ষ
গ. স ঘ. ন
সঠিক উত্তর : ঘ. ন
৩৬. কোন বানানটি ঠিক?
ক. চানক্ক খ. চাণক্ক
গ. চানক্য ঘ. চাণক্য
সঠিক উত্তর : ঘ. চাণক্য
৩৭. কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয়?
ক. রামায়ণ খ. দন্ত
গ. লাবণ্য, কণিকা ঘ. বর্ণ
সঠিক উত্তর : গ. লাবণ্য, কণিকা
৩৮. সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ন হয়। উদাহরণ কোনটি?
ক. অনুষঙ্গ খ. যতন
গ. রতন ঘ. ত্রিনয়ন
সঠিক উত্তর : ঘ. ত্রিনয়ন
৩৯. দেশি শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয়?
ক. স খ. ষ
গ. শ ঘ. ণ
সঠিক উত্তর : গ. শ
৪০. খাঁটি বাংলা শব্দে ষ হয় না। এর উদাহরণ কোনটি?
ক. অগ্নিসাৎ, ধূলিসাৎ খ. কষ্ট, কাষ্ট
গ. করিস, বাস ঘ. পোশাক, জিনিস
সঠিক উত্তর : গ. করিস, বাস
৪১. 'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে?
ক. স্বাভাবিক নিয়মে খ. ষত্ব বিধানের রীতিতে
গ. ণত্ব বিধানের রীতিতে ঘ. প-বর্গের পর ষ হয়ে
সঠিক উত্তর : ক. স্বাভাবিক নিয়মে
৪২. ষত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে?
ক. মানুষ খ. বর্ষা
গ. নষ্ট ঘ. ঋষি
সঠিক উত্তর : ক. মানুষ
৪৩. কোন শব্দে স্বভাবতই ষ হয়?
ক. বাম খ. আষাঢ়
গ. সুমনা ঘ. ষষ্ঠী
সঠিক উত্তর : খ. আষাঢ়
৪৪. অ, আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পরে ষ-এর প্রয়োগ হলে, তা কী হয়?
ক. স হয় খ. শ হয়
গ. বিকৃত হয় ঘ. অবিকৃত হয়
সঠিক উত্তর : ঘ. অবিকৃত হয়
৪৫. সংস্কৃত 'সাৎ' প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না?
ক. তালব্য শ হয় না খ. দন্ত্য স হয় না
গ. মূর্ধন্য ষ হয় না ঘ. মূর্ধন্য ণ হয় না
সঠিক উত্তর : গ. মূর্ধন্য ষ হয় না
৪৬. ট ও ঠ-এর আগে মূর্ধন্য- ষ হয়। এর উদাহরণ কোনটি?
ক. কৃষক খ. বিষয়
গ. বিষ ঘ. কষ্ট
সঠিক উত্তর : ঘ. কষ্ট
৪৭. তদ্ভব শব্দে সর্বদাই কী হয়?
ক. দন্ত-ন হয় খ. মূর্ধন্য-ণ হয়
গ. ন্ন হয় ঘ. ন্য হয়
সঠিক উত্তর : ক. দন্ত-ন হয়
৪৮. আরবি, ফারসি শব্দে ষ হয় না। এর উদাহরণ কোনটি?
ক. আষাঢ়, ঊষা খ. পোশাক, জিনিস
গ. পোশাক, আষাঢ় ঘ. ধূলিসাৎ, অগ্নিসাৎ
সঠিক উত্তর : খ. পোশাক, জিনিস
৪৯. বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কী অবস্থায় পাওয়া যায়?
ক. বিকৃত খ. অবিকৃত
গ. বিকৃত ও অবিকৃত ঘ. আংশিক বিকৃত
সঠিক উত্তর : খ. অবিকৃত
৫০. ণত্ব ও ষত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে?
ক. অর্থের পার্থক্য ঘটে
খ. অর্থের পার্থক্য ঘটে না
গ.অর্থের রূপ পরিবর্তিত হয়
ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়
সঠিক উত্তর : ক. অর্থের পার্থক্য ঘটে