শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৫ জুন ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:লিটমাস পেপারের দ্রবন কোন রংকে নির্দেশ করে?

উত্তর: লাল রংকে।

প্রশ্ন: কোন আঁশ খালি চোখে দেখা যায় না?

উত্তর: পস্নাকইড (চষধপড়রফ)।

প্রশ্ন: কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?

উত্তর: পেশি কোষে।

প্রশ্ন: তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কী বলে?

উত্তর: ট্রাইটিয়াম।

প্রশ্ন: পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?

উত্তর: পুসা বিন।

প্রশ্ন: কোন ভিটামিনকে বায়োটিন বলে?

উত্তর: ভিটামিন ঐ অপর নাম ভিটামিন ই৭

প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবণীয়?

উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু অঞচ তৈরি হয়?

উত্তর: ১২ অনু।

প্রশ্ন: সাধারণ মানুষের দেহে কলেস্টোরেলের স্বাভাবিক মাত্রা কত?

উত্তর: প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১৫০-২৫০ মিলিগ্রাম

প্রশ্ন: দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কী বলে?

উত্তর: ইডেমা।

প্রশ্ন: ঐবধৎঃ ড়ভ যবধৎঃ কাকে বলে?

উত্তর: হিজ এর বান্ডিলকে।

প্রশ্ন: হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা?

উত্তর: বাম নিলয়।

প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?

উত্তর: রট আয়রন।

প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী জইঈ নিউক্লিয়াস যুক্ত?

উত্তর: উট।

প্রশ্ন: আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?

উত্তর: বাদুড়।

প্রশ্ন: বয়েলের সূত্রের একক কী কী?

উত্তর: উষ্ণতা ও ভর।

প্রশ্ন: এক নটিক্যাল মাইল মানে কত ফুট?

উত্তর: ৬০৮০ ফুট।

প্রশ্ন: পস্নাস্টিক শিল্পে ব্যবহৃত 'চঠঈ' শব্দটির অর্থ কী?

উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।

প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর: শূন্য।

প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?

উত্তর: রট আয়রন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে