সপ্তম শ্রেণির বাংলা

প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক, দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয়, বাগাইছড়ি, রাঙামাটি
৪র্থ অধ্যায় নোটিশের বৈশিষ্ট্য নোটিশের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হলো- ঙ্ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানোর মাধ্যম হিসেবে নোটিশ ব্যবহৃত হয়। ঙ্ নোটিশ চিঠির আকারে বা ই-মেইলে অন্যকে পাঠানো যায়। ঙ্ নোটিশের মধ্যে কোনোকিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে। ঙ্ স্কুল-কলেজে ছুটি, খেলাধুলা, ভর্তি পরীক্ষা বা অন্য কোনো তথ্য জানানোর মাধ্যম হিসেবে নোটিশ ব্যবহৃত হয়। ঙ্ সাধারণত নোটিশ বোর্ডে টাঙানো থাকে। নোটিশ তৈরির কৌশল নোটিশ তৈরির জন্য বেশ কিছু কৌশল রয়েছে। সেগুলো হলো- ঙ্ লেখার বিষয়বস্তু ঠিক করে নেওয়া। ঙ্ প্রয়োজনীয় কাগজ ও লেখার সরঞ্জাম সংগ্রহ করা। ঙ্ সবচেয়ে ওপরে বিজ্ঞপ্তি বা নোটিশ কথাটি লেখা। ঙ্ ওপরের দিকে প্রয়োজনীয় ক্ষেত্রে বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে শিরোনাম দেওয়া। ঙ্ বিষয়বস্তু অনুযায়ী শিরোনামের নিচে লেখা। ঙ্ লেখার সময় বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রয়োজনে মোটা হরফে লেখা ঙ্ লেখা বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া। ঙ্ দূরের গন্তব্যে নোটিশ পাঠাতে হলে যথাস্থানে তা পৌঁছে দেওয়া। পাঠ মূল্যায়ন প্রশ্ন : নোটিশ কোন ভাষার শব্দ? উত্তর : ইংরেজি। প্রশ্ন : নোটিশ শব্দের বাংলা অর্থ কী? উত্তর : বিজ্ঞপ্তি। প্রশ্ন : অন্যকে কোনো তথ্য সম্পর্কে অবগত করার জন্য কী লেখা হয়? উত্তর : নোটিশ। প্রশ্ন : নোটিশ টাঙানোর জন্য যে বোর্ড থাকে তাকে কী বলে? উত্তর : নোটিশ বোর্ড। প্রশ্ন : কোথাও কোথাও বেশি জরুরি নোটিশ কী করা হয়? উত্তর : পাঠ করে শোনানো হয়। প্রশ্ন : দূরের মানুষের কাছে নোটিশ কীভাবে পাঠানো হয়? উত্তর : চিঠির আকারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। প্রশ্ন : নোটিশের মধ্যে কী নির্দেশ থাকে? উত্তর : কোনোকিছু মান্য করা বা পালন করার নির্দেশ। প্রশ্ন : স্কুল-কলেজে ছুটি, খেলাধুলা, ভর্তি পরীক্ষা বা অন্য কোনো তথ্য কীভাবে জানানো হয়? উত্তর : নোটিশের মাধ্যমে। ৭. লিফলেট লিফলেট প্রচার-প্রচারণার জন্য লিখিত বা মুদ্রিত ছোট কাগজ। ছোট কাগজে লিখে লিফলেট তৈরি করা হয়। এটি কাগজের এক পাশে বা দুই পাশে লিখে তৈরি করা হয়। বিভিন্ন তথ্য ও পণ্যের প্রচার-প্রচারণার জন্য লিফলেট তৈরি করা হয়। লিফলেটের মাধ্যমে কম সময়ে নির্দিষ্ট এলাকায় অধিক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়। লিফলেট প্রচারের উদ্দেশ্য লিফলেট বিভিন্ন কারণে প্রচার করা হয়। যেসব উদ্দেশ্য সামনে রেখে লিফলেট প্রচার করা হয় তা হলো- ঙ্ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রচারণার জন্য; ঙ্ কোনো বিষয় নিয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য; ঙ্ কোনো সংবাদ দ্রম্নততম সময়ে অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য; ঙ্ নির্দিষ্ট শ্রেণির কাছে সরাসরি সংবাদ বা তথ্য পৌঁছানোর জন্য; ঙ্ স্বল্প খরচে নির্দিষ্ট এলাকায় অধিক মানুষের কাছে তথ্য পৌঁছানোর জন্য। লিফলেটের ধরন লিফলেট বিভিন্ন ধরনের হয়। যেমন : ঙ্ রাজনৈতিক প্রচারণামূলক লিফলেট ঙ্ সামাজিক সচেতনতামূলক লিফলেট ঙ্ বিনোদনমূলক লিফলেট ঙ্ শিক্ষামূলক লিফলেট ঙ্ ধর্মীয় প্রচারণামূলক লিফলেট ঙ্ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনমূলক লিফলেট লিফলেট তৈরির উপকরণ লিফলেট তৈরির জন্য কাগজ, কলম, মার্কার, পেনসিল ইত্যাদি উপকরণের প্রয়োজন হয়। লিফলেট তৈরির কৌশল ঙ্ প্রথমেই লিফলেটের বিষয়বস্তু ঠিক করে নিতে হবে। ঙ্ বিষয়বস্তু অনুযায়ী নির্দিষ্ট মাপে কাগজ কেটে নিতে হবে। ঙ্ লিফলেটের শুরুতে শিরোনাম দিতে হবে। ঙ্ শিরোনামের নিচে মূল বিষয়বস্তু লিখতে হবে। ঙ্ ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় ছবি যোগ করতে হবে। ঙ্ নিচে প্রচারকের নাম-ঠিকানা দিতে হবে। পাঠ মূল্যায়ন প্রশ্ন : প্রচার-প্রচারণার জন্য লিখিত বা মুদ্রিত ছোট কাগজকে কী বলে? উত্তর : লিফলেট। প্রশ্ন : কীসে লিখে লিফলেট তৈরি করা হয়? উত্তর : ছোটো কাগজে। প্রশ্ন : কীসের মাধ্যমে কম সময়ে নির্দিষ্ট এলাকায় অধিক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়? উত্তর : লিফলেটের। প্রশ্ন :জনগণের মাঝে লিফলেট কেন প্রচার করা হয়? উত্তর : সচেতনতা সৃষ্টির জন্য। প্রশ্ন : লিফলেটের একটি ধরনের নাম লেখো। উত্তর :সামাজিক সচেতনতামূলক লিফলেট। প্রশ্ন : লিফলেটের নিচে কী দিতে হবে? উত্তর : প্রচারকের নাম-ঠিকানা। ৮. মোড়কের লেখা মোড়ক হলো কাগজের টুকরা, পস্নাস্টিক বা অন্যান্য উপাদান, যা কোনো কিছু ঢেকে রাখে এবং রক্ষা করে। আমরা দোকান থেকে যখন কোনো পণ্য ব্যয় করি তা একটি মোড়কে করে আমাদের দেওয়া হয়। এই মোড়কের গায়ে সেই পণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকে। পণ্যের নাম, পণ্যের উপাদান উপকরণ, উৎপাদন ও মেয়াদ, পণ্যের দামসহ নানা তথ্য মোড়কের গায়ে লেখা থাকে। মোড়ককে আকর্ষণীয করতে অনেক সময় মোড়কের গায়ে বিভিন্ন ছবিও থাকে। পরবর্তী অংশ আগামী সংখ্যায়