ণত্ব ও ষত্ব বিধান
১. 'ণত্ব ও ষত্ব বিধান' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. অর্থতত্ত্বে খ. শব্দতত্ত্বে
গ. ধ্বনিতত্ত্বে ঘ. বাক্যতত্ত্বে
সঠিক উত্তর :গ. ধ্বনিতত্ত্বে
২. কোন শব্দের ণ-এর ঠিক ব্যবহারের নিয়মকে ণত্ব বিধান বলে?
ক. তৎসম খ. দেশি
গ. বিদেশি ঘ. তদ্ভব
সঠিক উত্তর : ক. তৎসম
৩. যে বিধানে তৎসম শব্দে ষ-এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কী বলে?
ক. ণত্ব বিধান খ. ষত্ব বিধান
গ. অভিধান ঘ. উচ্চারণ বিধান
সঠিক উত্তর : খ. ষত্ব বিধান
৪. কোন দুটি স্বরবর্ণের পরে ষ-এর প্রয়োগ হয় না?
ক. অ, আ খ. ঐ, ঊ
গ. ই, প ঘ. এ, ঐ
সঠিক উত্তর : ক. অ, আ
৫. কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয়?
ক. অ-কারান্ত ও আ-কারান্ত
খ. ই-কারান্ত ও ঊ-কারান্ত
গ. এ-কারান্ত ও ঐ-কারান্ত
ঘ. ও-কারান্ত ও ঐ-কারান্ত
সঠিক উত্তর : খ. ই-কারান্ত ও ঊ-কারান্ত
৬. কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য-ষ হয়?
ক. ই, উ খ. ক, প
গ. ঋ, র ঘ. ন, ণ
সঠিক উত্তর :ক. ই, উ
৭. কোনগুলো ষত্ব বিধানের উদাহরণ?
ক. ত্রিনয়ন, সর্বনাম খ. করিস, দেশি
গ. পোশাক, মাস্টার ঘ. আষাঢ়, ঊষা
সঠিক উত্তর : ঘ. আষাঢ়, ঊষা
৮. কোন শব্দের ক্ষেত্রে ষত্ব বিধান প্রযোজ্য?
ক. তদ্ভব খ. তৎসম
গ. দেশি ঘ. বিদেশি
সঠিক উত্তর : খ. তৎসম
৯. কোন শব্দে ণত্ব বিধান প্রযোজ্য নয়?
ক. সন্ধি সাধিত খ. সমাস সাধিত
গ. প্রত্যয় সাধিত ঘ. উপসর্গ সাধিত
সঠিক উত্তর : খ. সমাস সাধিত
১০. সাধারণত তৎসম শব্দে ঋ, র-এর পরে কোনটি বসবে?
ক. স খ. ন
গ. ষ ঘ. য়
সঠিক উত্তর : গ. ষ
১১. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. পোস্ট অফিস খ. দর্শন
গ. গৃহহীন ঘ. স্টোর
সঠিক উত্তর : গ. গৃহহীন
১২. তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. লিঙ্গান্তর খ. বিশেষণ
গ. ণত্ব বিধান ঘ. সব ক'টি
সঠিক উত্তর :গ. ণত্ব বিধান
১৩. সাধারণত তৎসম শব্দে ঋ, র, ষ-এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয়?
ক. ধ খ. ম
গ. শ ঘ. ত
সঠিক উত্তর : খ. ম
১৪. কোন বানানটি ঠিক নয়?
ক. নির্জন খ. কল্যাণ
গ. পুষ ঘ. ঋষি
সঠিক উত্তর : গ. পুষ
১৫. কোনটি বিধান বহির্ভূত ষ-এর ব্যবহার?
ক. চিকীর্ষা খ. বর্ষণ
গ. পৌষ ঘ. ঋষি
সঠিক উত্তর : গ. পৌষ
১৬. নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক. দর্পণ খ. সমীচীন
গ. লাবণ্য ঘ. লবণ
সঠিক উত্তর : খ. সমীচীন
১৭. কখন 'ণ' হয় না?
ক. ক-বর্গের আগে খ. ট-বর্গের আগে
গ. ত-বর্গের আগে ঘ. চ-বর্গের আগে
সঠিক উত্তর :গ. ত-বর্গের আগে
১৮. বিদেশি এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই কী হয়?
ক. ণ হয় খ. ন হয়
গ. মাঝে মাঝে ণ হয় ঘ. ণ ও ন উভয়ই হয়
সঠিক উত্তর : খ. ন হয়
১৯. 'ণত্ব ও ষত্ব বিধান'-এর প্রাচীন পরিভাষার নাম কী?
ক. নতি খ. ণতি
গ. অতি ঘ. প্রতি
সঠিক উত্তর : ক. নতি
২০. কোন ক্ষেত্রে ণত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না?
ক. দুটি বর্ণের মিলনে সন্ধি হলে
খ. শব্দের বানানে
গ. সমাসবদ্ধ পদ থাকলে
ঘ. কারক নির্ণয়ে
সঠিক উত্তর : খ. শব্দের বানানে
২১. কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয়?
ক. ক-বর্গীয় খ. চ-বর্গীয়
গ. ট-বর্গীয় ঘ. ত-বর্গীয়
সঠিক উত্তর : ঘ. ত-বর্গীয়
২২. কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয়?
ক. ক, খ, গ খ. য, র,ল
গ. শ, ষ,স ঘ. ঋ, র, ষ
সঠিক উত্তর :ঘ. ঋ, র, ষ
২৩. কোথায় স হয় না?
ক. তৎসম শব্দে খ. তদ্ভব শব্দে
গ. অর্ধ-তৎসম শব্দে ঘ. খাঁটি বাংলা শব্দে
সঠিক উত্তর : ক. তৎসম শব্দে
২৪. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কী হয়?
ক. স খ. ষ
গ. উ ঘ. ই
সঠিক উত্তর : খ. ষ
২৫. সাধারণত তৎসম শব্দে ঋ, র, ষ-এর পরে কী হয়?
ক. ণ খ. ন্ন
গ. ন ঘ. ন্য
সঠিক উত্তর : ক. ণ
২৬. কোন ক্ষেত্রে ণত্ব বিধান প্রযোজ্য হয় না?
ক. সন্ধিযুক্ত শব্দে খ. প্রত্যয়যুক্ত শব্দে
গ. বিদেশি শব্দে ঘ. অব্যয়যুক্ত শব্দে
সঠিক উত্তর : গ. বিদেশি শব্দে
পরবর্তী অংশ আগামী সংখ্যায়