জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ১৪ জুন ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর:ভিটামিন অ
প্রশ্ন:কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা'?
উত্তর:সিসা।
প্রশ্ন:কোন প্রাণী মেরুদন্ডহীন?
উত্তর:কেচো।
প্রশ্ন:'পিউটার' ধাতুর সংকর উপাদানে কী কী থাকে?
উত্তর:৫০% সিসা ও ৫০% টিন।
প্রশ্ন:তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে?
উত্তর:নিচে।
প্রশ্ন:জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর:লিভার।
প্রশ্ন:বায়ুমন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
উত্তর:ওজোন।
প্রশ্ন:কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়?
উত্তর: এইডস।
প্রশ্ন:'সোরেল সিমেন্ট' কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর:দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়।
প্রশ্ন:স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়?
উত্তর:ইস্পাত।
প্রশ্ন: যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে?
উত্তর:সাইট্রিক অ্যাসিড।
প্রশ্ন:কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
উত্তর:স্কার্ভি।
প্রশ্ন:'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে?
উত্তর:শ্বেতসার।
প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু?
উত্তর:পস্নাটিনাম।
প্রশ্ন:মহাশূন্যে প্রথম কোন দেশ কুকুর লাইকা পাঠিয়েছে?
উত্তর:রাশিয়া।
প্রশ্ন:মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কী?
উত্তর:এনামেল।
প্রশ্ন:কোন প্রাণীকে কাটার মুকুট আখ্যা দেওয়া হয়?
উত্তর:তারা মাছ।
প্রশ্ন:ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তর:রজার ডেভিড কর্ণবার্গ।
প্রশ্ন:কোন জৈববস্তুর অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস তৈরি হয়?
উত্তর:কার্বন মনোঅক্সাইড।
প্রশ্ন:ভিনিগার কীসের জলীয় দ্রবন?
উত্তর:অ্যাসেটিক অ্যাসিড।